For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে মামলায় জেপিসি নিয়ে ভিন্ন সুর অমিত শাহ ও অরুণ জেটলির গলায়

রাফালে প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি ভিন্ন মত পোষণ করলেন।

  • |
Google Oneindia Bengali News

রাফালে মামলায় কেন্দ্রের পাশে দাঁড়িয়ে আদালতের তত্ত্বাবধানে তদন্তের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্বচ্ছতার সঙ্গেই এই চুক্তিতে এগিয়েছে কেন্দ্র। জাতীয় নিরাপত্তার সঙ্গে যখন বিষয়গুলি জড়িত তখন সেখানে বাধা হয়ে দাঁড়াবে না সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্তের প্রয়োজন নেই। গোটা প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করারও কোনও অবকাশ নেই। আদালত সন্তুষ্ট বলে জানিয়েছে।

jaitly-amit

এই প্রসঙ্গে অবশ্য আদালতের রায় বেরোনোর পরও কংগ্রেস শিবির 'ভাঙব তবু মচকাবো না' ভাব নিয়ে এগোচ্ছে। কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা থেকে শুরু করে মল্লিকার্জুন খারগে জেপিসি-র দাবিতে সরব হয়েছেন। ফলে এখন আদালতে ব্যাকফুটে থেকে এবার সংসদে জেপিসির দাবিতে সরব হতে চলেছে কংগ্রেস।

রাফালে প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সংসদে আলোচনা হলে তখন জেপিসি-র প্রসঙ্গ উঠলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হতে পারে। তবে কংগ্রেস আলোচনার পথ খোলা রাখছে না। সংসদে হাঙ্গামা করছে।

[আরও পডুন:রাফালে ইস্যুতে রাহুল গান্ধীকে প্রশ্নের পঞ্চবাণ ছুঁড়লেন অমিত শাহ ][আরও পডুন:রাফালে ইস্যুতে রাহুল গান্ধীকে প্রশ্নের পঞ্চবাণ ছুঁড়লেন অমিত শাহ ]

এই একই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি ভিন্ন মত পোষণ করলেন। তাঁর স্পষ্ট কথা, আদালত নিজের রায় স্পষ্ট করে দিয়েছে। এই নিয়ে আর দ্বিমত থাকা উচিত নয়। কোনও সন্দেহের অবকাশ থাকার কথা নয়। অর্থাৎ অমিত শাহ জেপিসি নিয়ে নরম অবস্থান নিলেও জেটলি সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন।

[আরও পড়ুন:'মিথ্যাবাদী রাহুল', দেশবাসীর কাছে ক্ষমা চান, রাফালে রায়ে তোপ অমিত শাহের ][আরও পড়ুন:'মিথ্যাবাদী রাহুল', দেশবাসীর কাছে ক্ষমা চান, রাফালে রায়ে তোপ অমিত শাহের ]

প্রসঙ্গত, আদালতে অভিযোগ করা হয়েছিল, বিশেষ সংস্থাকে রাফালে চুক্তিতে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এমন কোন বিষয় খুঁজে পাওয়া যায়নি যা দেখে বলা যায়, রাফালে মামলায় কাউকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, অফসেট পার্টনার কে হবে তা নিয়ে আদালতের নাক গলানোর প্রয়োজন নেই। বিশেষ করে প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে কারও ধারণার ওপরে ভিত্তি করে তদন্ত এগোনো যায় না।

[আরও পড়ুন: রাফালে রায় বেরোতেই উত্তাল হল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভা ][আরও পড়ুন: রাফালে রায় বেরোতেই উত্তাল হল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভা ]

English summary
FM Arun Jaitley dismisses JPC probe option of Rafale Deal after Supreme Court verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X