
ইঁদুর মেরে খেতে হচ্ছে , কিম্বা জুটছে পোকা ধরা চাল! বন্যাদুর্গতদের করুণ কাহিনি প্রকাশ্যে
এখনও পর্যন্ত বিহারের বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ জনে। বন্যার গ্রাসে চলে গিয়েছে বিহারের একাধিক গ্রাম। সদ্য বিহার উঠেছে এনসেফালাইটিসের প্রোকোপ থেকে। তারপরই বন্যার গ্রাস , কার্যত আরও অসহায় করে দিয়েছে পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী রাজ্যকে।
আর এই বন্যার কবলের মধ্যেই উঠে আসছে বিভিন্ন করুণ চিত্র।

ইঁদুর খেয়ে বাঁচতে হচ্ছে !
এই ঘটনা বিহারের কাটিহারের ডাঙ্গি তোলা গ্রামের। সেখানে বন্যা দুর্গতদের কাছে ঠিকভাবে পৌঁচ্ছেননা ত্রাণের খাবার। প্রায় ৩০০ পরিবারে এই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত । আর তার জেরেই এখানের বন্য়া কবলিত মানুষ ইঁদুর মেরে খেতে বাধ্য হচ্ছেন বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। বন্যা কবলিতদের দাবি, এলাকায় সরকারী ত্রাণ বা সাহায্য বলতে কিছুই নেই। তাই বন্যার জলে ভেসে ওঠা ইঁদুর ধরে, কতা মেরে পেট চালাচ্ছেন তাঁরা।

পোকা ধরা চাল জুটছে কপালে!
বিহারের বিভিন্ন ত্রাণ শিবির থেকে অভিযোগ , সেখানে ত্রাণের খাবার হিসাবে য়ে চাল পৌঁছচ্ছে তা পাকো ধরা। বাগমতী নদীর তীরে অউরাই প্রকাণ্ড এলাকায় ত্রাণ শিবিরে ১৮ টি অস্থায়ী রান্নাঘর খোলা হয়েছে। কিন্তু তাতে যে সামগ্রী দিয়ে রান্না চলছে তা খাবার অযোগ্য বলে দাবি করছেন ক্ষুব্ধ বন্যাত্রাণগ্রস্তরা।

বিহারে মৃতের সংখ্যা বেড়ে ৬৭
বিহারে মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করে দিয়েছে। ৬৭ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বন্যার গ্রাসে। ৩ বছরের শিশু গিয়েছে তলিয়ে বাগমতী নদীর তোড়ে। এমন ধ্বংসলীলার মধ্যে উঠছে ত্রাণের খাবার নিয়ে নানা ধরেনর অভিযোগ,জমাট বাঁধছে ক্ষোভ।
[আরও পড়ুন:বালির জেটিয়া ঘাটে যুবতীর কাটা মুণ্ডু! সূত্র ধরে শুরু পুলিশের তদন্ত]
[আরও পড়ুন: স্ত্রীর পরকীয়ায় প্রতিবেশীদের হাত! ৩ জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মহেশতলায়]