For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মধ্যে বন্যার ভ্রুকূটি, অসমে বিপর্যস্ত সাড়ে ৯ লক্ষ বাসিন্দা, মৃত কমপক্ষে ২০

করোনার মধ্যে বন্যার ভ্রুকূটি, অসমে বিপর্যস্ত সাড়ে ৯ লক্ষ বাসিন্দা, মৃত কমপক্ষে ২০

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের মধ্যেই বন্যায় বিপর্যস্ত অসম। প্রায় ৩৩টি জেলা মধ্যে ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত রাজ্যের সাড়ে ৯ লক্ষ মানুষ। মারা গিয়েছেন কমপক্ষে ২০ জন। ব্রহ্মপুত্র নদীর জল ক্রমশ বাড়ছে। আগেই অতিবর্ষণের পূর্বাভাস দিেয়ছে আবহাওয়া দফতর।

বন্যায় বিপর্যস্ত অসম

বন্যায় বিপর্যস্ত অসম

একদিকে করোনা অন্যদিকে বন্যা দুয়ে মিলে বিপর্যস্ত অবস্থা অসমে। হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্র নদীর জন। প্রায় ৩৩ টি জেলার মধ্যে ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৯ লাখ ২৬ হাজার মানুষ বিপর্যস্ত হয়েছেন বন্যায়। ২০৭১টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদীর জল আরও বাড়ছে। অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

কমপক্ষে ২০ জনের মৃত্যু

কমপক্ষে ২০ জনের মৃত্যু

বন্যা পরিস্থিতির মধ্যেই অসমে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যার জলে ভেসে গিয়ে গত সপ্তাহে দেমজি, উডালগুড়ি, গোয়াল পাড়া এবং ডিব্রুগড়ে ৫ জন মারা গিয়েছে। এছাড়াও একাধিক জেলায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। ধেমাজি, লখিমপুর. জোরহাট, নলবাড়ি, বরাপেটা, কোকরাঝাড়, গোলাঘাট, তিনসুকিয়া ডিব্রুগড়, গোয়ালপাড়া, মাজুলি সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিেয়ছে।

উদ্ধার কাজে এনডিআরএফ

উদ্ধার কাজে এনডিআরএফ

২৩টি জেলার প্রায় সাড়ে ৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৮,৮০৬ একর জমির ফসল নষ্ট হয়েছে। ১৯৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ২৭,৩০৮ জন মানুষ। রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ করছে অসমে। উদ্ধারকাজেই সামািজক দূরত্ব বিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনা থাবা

করোনা থাবা

আজই গুয়াহাটিতে ১৪ দিনের লকডাউন সম্পূর্ণ করল অসম সরকার। করোনা পরিস্থিতির মধ্যে বন্যার ভ্রুকূটি। দুই সামাল দিতে হচ্ছে রাজ্য সরকারকে। এই নিয়ে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এদিকে গোটা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

কলকাতায় এখনই মেট্রো চলাচল শুরু সম্ভব নয়! মমতার প্রস্তাব উড়িয়ে নেপথ্যে কারণ ব্যাখ্যা কর্তৃপক্ষের কলকাতায় এখনই মেট্রো চলাচল শুরু সম্ভব নয়! মমতার প্রস্তাব উড়িয়ে নেপথ্যে কারণ ব্যাখ্যা কর্তৃপক্ষের

English summary
Flood situation in Assam worsen 9.5 Lakh people effected died atleast 20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X