For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি, দ্বারভাঙ্গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

বিহারের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি, দ্বারভাঙ্গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

Google Oneindia Bengali News

অসমের পর এবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হল বিহারে। এ রাজ্যে বহু রাজ্য বন্যার কবলে পড়তে পারে কারণ রাজ্য ও নেপাল সীমান্তের উঁচু এলাকায় ভারী বৃষ্টির কারণে কোশি, কমলা, বাগমতী ও অন্যান্য নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে।

বাসিন্দারা উঁচু জায়গায় চলে যাচ্ছেন

বাসিন্দারা উঁচু জায়গায় চলে যাচ্ছেন

নেপাল সীমান্তে অবস্থিত দ্বারভাঙ্গা জেলায় কয়েকটি গ্রাম বন্যার জলে ডুবে যাওয়ার কারণে সেখানকার বাসিন্দারা নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের জন্য যেতে বাধ্য হন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মমোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইঞ্জিনিয়ার ও জেলা কর্মকর্তারাও পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কমলা বালানের বন্যা কবলিত অঞ্চলগুলিতে দ্রুত পৌঁছে যান।

 দ্বারভাঙ্গা জেলায় সতর্কতা জারি

দ্বারভাঙ্গা জেলায় সতর্কতা জারি

দ্বারভাঙ্গা জেলার জেলা শাসক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। জেলা শাসক বাসিন্দাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে তাঁরা যেন সুরক্ষিত স্থানে চলে যান কারণ জেলার ৮০%‌ জনসংখ্যা নদী সংলগ্ন এলাকায় বাস করেন।

কমিউনিটি কিচেন

কমিউনিটি কিচেন

রাজ্যের বিপর্যয় মোকাববিলা বিভাগের দলকে মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। নার্কাটিয়া ও বহরি জগদীশ কোট গ্রামের বাসিন্দারা এগিয়ে এসে দুর্গতদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছেন যাতে ক্ষতিগ্রস্তদের মুখে খাবার তুলে দেওয়া যায়।

 অসম–বিহারে বন্যা সতর্কতা জারি করা হয়

অসম–বিহারে বন্যা সতর্কতা জারি করা হয়

বর্ষা ঢোকার মুখেই আবহাওয়া দপ্তর বিহারে বন্যা সতর্কতা জারি করছিল। কিছুদিন আগেই বিহারে বর্জ্রপাতে মৃত্যু হয়েছে প্রায় একশো জনের। অন্যদিকে অসমেও বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্য। অসমে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ৩৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতীকী ছবি

রাজস্থানের রাজনীতির পারদ তুঙ্গে! উপমুখ্যমন্ত্রী পদ থেকে সচিন পাইলটকে ছাঁটাই করল কংগ্রেসরাজস্থানের রাজনীতির পারদ তুঙ্গে! উপমুখ্যমন্ত্রী পদ থেকে সচিন পাইলটকে ছাঁটাই করল কংগ্রেস

English summary
Flood situation has arisen in different districts of Bihar, the district administration issued a warning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X