For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু বন্যা নয় আছে ধসও - বিধ্বস্ত উত্তরপূর্বের এই রাজ্য, পুনর্গঠনে লাগবে ৮০০ কোটি টাকা

বন্যা এবং ধসে বিধ্বস্ত নাগাল্যান্ড রাজ্য। রাজ্যের পুনর্গঠনের জন্য, কেন্দ্রের কাছ থেকে নাগাল্যান্ড রাজ্য সরকার ৮০০ কোটি টাকার সাহায্য দাবি করেছে।

Google Oneindia Bengali News

অদ্ভুত আবহাওয়ার পরিস্থিতি ভারতে। দক্ষিণের রাজ্য কেরল যখন ধীরে ধীরে ছন্দে ফিরছে তখন উত্তরে উত্তর প্রদেশের পাশাপাশি বড় বিপদের সম্ভাবনা ঘনিয়ে উঠছে উত্তরপূর্বের রাজ্য নাগাল্যান্ডেও। কেরলের মুখ্যমন্ত্রী যখন
নিশ্চিন্ত হয়ে মার্কিন মুলুকে যাচ্ছেন চিকিৎসা করাতে তখন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রাও কেন্দ্রের কাছে ৮০০ কোটি টাকার জরুরি সাহায্য চাইছেন!

শুধু বন্য়া নয় আছে ধসও - বিধ্বস্ত উত্তরপূর্বের এই রাজ্য, পুনর্গঠনে লাগবে ৮০০ কোটি টাকা

বন্যার পাশাপাশি একের পর এক ধসে বিধ্বস্ত উত্রপূর্বের এই রাজ্য। ইতিমধ্যেই প্রকৃতির রোষের বলি হয়েছেন ১২ জন। ৩০০০-এরও বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বৃষ্টিতে আধিকাংশ জায়গার রাস্তা ভেঙে গিয়েছে। এমনিতেই এই পাহাড়ি রাজ্যটিতে অনেক দুর্গম এলাকা রয়েছে, যেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রি পৌঁছনোটা চ্যালেঞ্জের। এখন রাস্তা ভেঙে, ধস নেমে, কোথাও বা রাস্তায় জল দাঁড়িয়ে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, অনেক জায়গায় দৈনন্দিন ব্যবহারের সামগ্রি পৌঁছে দিতে হচ্ছে হেলিকপ্টারে করে।

সবচেয়ে খারাপ অবস্থা মায়ানমার সীমান্তবর্তী জেলাগুলির। নাগাল্যান্ড সরকার জানিয়েছে ১৫ দিনের বেশি হয়ে গেল সীমান্তের জেলা কিফেরে, তুয়েনসাং এবং ফেক জেলা, বাকি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেখানে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে রাজ্যের ৫৩২টি গ্রামের ৪৮০০০ মানুষ চরম ক্ষতির মুখে পড়েছেন এবারের বর্ষায়।

[আরও পড়ুন: কেরলের পর এবার বরুণদেবের রোষে যোগী-রাজ্য, মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে ১৬ জেলা][আরও পড়ুন: কেরলের পর এবার বরুণদেবের রোষে যোগী-রাজ্য, মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে ১৬ জেলা]

কেন্দ্র থেকে রাজ্যটিকে সবরকমের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, রাজ্য়ের যা অবস্থা তাতে পুনর্গঠনে যত দ্রুত সম্ভব প্রায় ৮০০ কোটি টাকার প্রয়োজন। টুইট করে কেন্দ্রের সাহায্য দাবি করেছেন রাঝ্য়ের মুখ্যমন্ত্রী নেইফিউ রাও-ও। জানা গিয়েছে এই সপ্তাহেই কেন্দ্র থেকে এক বিশেষ প্রতিনিধি দল আসবেন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে। তারাই ক্ষতির পরিমাণ সম্পর্কে কেন্দ্রকে রিপোর্ট দেবে।

English summary
Nagaland is devastated by flood and landslides. The state government demands 800 core help from the center.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X