For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে ঘুরপথে চলছে আমেরিকা, ইউরোপগামী বিমান

ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে ঘুরপথে চলছে আমেরিকা, ইউরোপগামী বিমান

  • |
Google Oneindia Bengali News

ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের একের পর এক মিসাইল হামলার জেরে ভারতীয় উড়ান গুলিকে পথ বদলের নির্দেশ দিলো এয়ার ইন্ডিয়া। ইরান, ইরাক, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের আকাশসীমা এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলিকে।

ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে ঘুরপথে চলছে আমেরিকা, ইউরোপগামী বিমান


এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার এক বিবৃতিতে বলেন, বিমানের যাত্রী এবং ক্রু সদস্যদের সুরক্ষার বিষয়ে আমরা সর্বদা ভাবিত। ইরানের সাথে আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। তাই এয়ার ইন্ডিয়া (এআই) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (এআইএক্স) ইরানগামী সমস্ত বিমানগুলিকে সাময়িকভাবে পথ পরিবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।"

আমেরিকার সাথে ইরানের দ্বৈরথের জেরে অনেক বেসরকারি বিমানই মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে চলেছে বলে জানা যাচ্ছে। তবে রুট পরিবর্তনের জন্য যেহেতু ৪০ মিনিটেরও বেশি সময় লাগছে তাই বিমান গুলি অতিরিক্ত জ্বালানি এবং কম যাত্রী বহন করছে। শুধু মাত্র ভারতীয় বিমানই গুলিই না, আতঙ্কের জেরে মধ্যপ্রাচ্যের বিমানপথ প্রায় সব দেশের বিমান সংস্থাগুলিই এড়িয়ে চলছে বলে জানা যাচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে অস্ট্রেলিয়ান বিমান সংস্থাগুলিও একই পন্থা অবলম্বন করেছে।

প্রসঙ্গত, আমেরিকার হাতে ইরানি কমান্ডার সোলাইমানির মৃত্যুর পর থেকেই ফুঁসছে ইরান। সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকাকে কড়া ভাষায় হুমকি দিয়েছিল ইরান। সোলাইমানির মৃত্যুর বদলা হিসাবে বুধবার সকালেই ইরাকের আল আসাদ এবং ইরবিল এলাকায় অবস্থিত মার্কিন সেনার দুটি সেনা ঘাঁটিতে হামলা চালায় ইরান। মিসাইল হামলায় ৮০ জন 'মার্কিন জঙ্গির' মৃত্যু হয়েছে বলে দাবিও করে ইরান।

English summary
flights to Europe and United States takes longer time because of the change in Iran's sky path
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X