For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর বিমানে যান্ত্রিক ত্রুটি! পাটনামুখী বিমান ফিরল দিল্লিতে

বিহারে জনসভা করার কথা ছিল রাহুল গান্ধীর। সেজন্য বিমানেও চড়েছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দিল্লি ফেরত আসতে বাধ্য হয়। ফলে বিহারের জনসভার সময় পিছিয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিহারে জনসভা করার কথা ছিল রাহুল গান্ধীর। সেজন্য বিমানেও চড়েছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দিল্লি ফেরত আসতে বাধ্য হয়। ফলে বিহারের জনসভার সময় পিছিয়ে গিয়েছে।

রাহুল গান্ধীর বিমানে যান্ত্রিক ত্রুটি

গোটা বিষয়টি জানিয়ে টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইঞ্জিনে গোলযোগ হওয়াতেই ফেরত আসতে হয়েছে বলে জানা গিয়েছে। বিহারের সমস্তিপুর, ওড়িশার বালাসোর ও মহারাষ্ট্রের সঙ্গমনারে রাহুলের এদিন সভা ছিল। গোলমালের কারণে রাহুল ক্ষমা প্রার্থনাও করেছেন।

রাহুলকে এসপিজি সুরক্ষা দেওয়া হয়। ফলে তাঁর বিমানের ইঞ্জিনে গোলযোগের পূর্ণাঙ্ক তদন্ত হবে। এটাই অবশ্য প্রথম নয়। এর আগে গতবছরের এপ্রিলেও রাহুলের যাত্রা থমকে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল কর্ণাটকে। ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস।

এই মাসের শুরুতেই কংগ্রেসের অভিযোগ ছিল, রাহুলের প্রাণ সংশয় রয়েছে। কারণ জনসভায় রাহুলের মুখে সবুজ লেজার আলো ফেলা হয়েছিল। পরে দেখা যায় এক চিত্রশিল্পীর মোবাইলের আলো রাহুলের মুখে পড়েছে।

English summary
Flight with Rahul Gandhi on board suffers engine trouble en route Patna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X