For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বিমান ভাড়া বৃদ্ধির আশঙ্কা

দেশের ৯৮ টি বিমানবন্দরের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এই নিরাপত্তার কারণে বিমন ভাড়া বাড়বার আশঙ্কা করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের ৯৮ টি বিমানবন্দরের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত, নাশকতা ও সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এই নিরাপত্তার কারণে যে ভারী খরচের বোঝা চাপতে চলেছে, তার কিছুই বইতে হতে পারে বিমানযাত্রীদের। দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

[আরও পড়ুন:৯৯৯ টাকার বিমানের টিকিটে যেতে পারেন কলকাতা থেকে বাগডোগরা, জানুন বিস্তারিত][আরও পড়ুন:৯৯৯ টাকার বিমানের টিকিটে যেতে পারেন কলকাতা থেকে বাগডোগরা, জানুন বিস্তারিত]

জানা যাচ্ছে , বিমানবন্দরগুলিতে নিরাপত্তার কারণে যে টাকা খরচ হবে, তার একটি বড় অংশ যাত্রীদের টিকিটে সেস বসিয়ে তোলার কথা ভাবছে কেন্দ্র। বর্তমানে বিমানে যাত্রী পরিষেবা খাতে টিকিট পিছু দেড়শো টাকা নেওয়া হয়।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বিমান ভাড়া বৃদ্ধির আশঙ্কা

আপাতত দেশের ৫৯ টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অধিকাংশ ক্ষেত্রেই এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিাইএসএফ। তবে বেশ কিছু স্পর্শকতার জায়গায় থাকছে সিআরপিএফ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর , বিমানবন্দর গুলিতে নাশকতা রুখতে আধা সেনা মোতায়েনের খরচ বইতে হবে বিমানবন্দর গুলিকেই।
ফলে যাত্রীভাড়া বাডা়র বোঝা পড়তে চলেছে বিমানযাত্রীদের ওপরই।

বিষয়টি নিয়ে সমাধানসূত্র মেলার আশায় সম্প্রতি বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র, বিমান ও অর্থ মন্ত্রকের কর্তারা। বৈঠকে স্থির হয় বিমানবন্দরগুলির লাউঞ্চে ও পার্কিং কে বাণিজ্যিকভাবে আরো বেশি করে ব্যবহার করা হোক। তার থেকে বাড়াতে হবে আয়। এতে যদি খরচ না তোলা যায়, তখন শেষ পন্থা হিসাবে বিমানের টিকিটভাড়া বাড়ানো হতে পারে।

English summary
flight fare likely to increase because of security reason.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X