For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশে সন্তানলাভ!‌ ইন্ডিগো বিমানে কন্যার জন্ম দিলেন মহিলা

মাঝ আকাশে সন্তানলাভ!‌ ইন্ডিগো বিমানে কন্যার জন্ম দিলেন মহিলা

Google Oneindia Bengali News

আকাশপথেই জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান। বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু–জয়পুর বিমানে (‌৬ই ৪৬৯)‌ মাঝ আকাশেই এক মহিলা কন্যা সন্তান প্রসব করেন। জানা গিয়েছে, বিমানের ক্রু সদস্য ও ওই একই বিমানে সফররত চিকিৎসকের সহায়তায় শিশুটির জন্ম হয়েছে।

মাঝ আকাশে সন্তানলাভ!‌ ইন্ডিগো বিমানে কন্যার জন্ম দিলেন মহিলা


এই ঘটনার সঙ্গে সঙ্গে জয়পুর বিমানবন্দরকে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে বলা হয় ওই মহিলা ও তাঁর সদ্যোজাতর জন্য। ডাঃ শুবাহানা নাজির, যিনি ওই বিমানের যাত্রী ছিলেন এবং যাঁর সহায়তায় এই প্রসব সম্ভব হয়, তিনি বলেন, '‌মা ও শিশু উভয়ই স্থিতিশীল।’‌ ইন্ডিগোর পক্ষ থেকে ওই চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা তাঁর হাতে '‌ধন্যবাদ’‌–এর কার্ড তুলে দেন। জানা গিয়েছে, ভোর ৫টা ৪৫ নাগাদ বেঙ্গালুরু থেকে বিমান ওড়ে এবং জ্যপুর বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টার সময়। এরই মধ্যে বিমানের ভেতর এক শিশুর জন্ম হয়ে যায়।

এমন ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও বহুবার দেখা গিয়েছে, মাঝআকাশে বিমানে সন্তানের জন্ম দিয়েছেন বেশ কয়েকজন মহিলা। গত বছর এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা ন্তান প্রসব করেছিলেন। সেই সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমান। আচমকাই এক যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গেই বিমানকর্মীরা সাহায্য করতে এগিয়ে আসেন। মাঝ আকাশে জন্ম নেয় এক পুত্রসন্তান। বেঙ্গালুরুতে বিমান অবতরণের পরে সেই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার আগে রীতিমতো উৎসবের মেজাজে বিমানবন্দরে স্বাগত জানানো হয় নবজাতককে। আর ইন্ডিগোর পক্ষে ঘোষণা করা হয়, এই শিশু বড় হয়েও সারা জীবন সংস্থার বিমানে বিনা খরচে যাতায়াত করতে পারবে।

English summary
Woman gives birth of baby in Indigo's Bengaluru-Jaipur flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X