For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

Google Oneindia Bengali News

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা সবসময়ই খবরে থাকেন। কেউ থাকেন ভাল খবরের জন্য। কেউ আবার খারাপ খবরেরে জন্য। সিনেমার মুক্তি থেকে পোশাক বিভ্রাট তারকাদের সবকিছুউ খবর। কিন্তু অনেক সময়েই এইসব রুটিন বিষয় ছাড়াও বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন তারা।

এই গোটা বছরে এমন কয়েকজন তারকা রয়েছেন যারা বিতর্কের জেরে খবরের শিরোনামে এসেছেন। তাঁদের তালিকাটা দেখে নেওয়া যাক একবার।

১) দীপিকা পাডুকোন

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

একটি নামি ইংরেজি সংবাদপত্রে দীপিকা পাডুকোনের বক্ষবিভাজিকার ছবি স্পষ্ট করে দেখানোয় বেজায় চটেছিলেন দীপিকা। দীপিকা ও মিডিয়া হাউসটির মধ্যে চাপানোতর চলতে থাকে। টুইটারে, প্রতিবেদনে চলতে থাকে বাগবিতন্ডা।

দীপিকার সমর্থনে এগিয়ে আসেন বলিউডের একঝাঁর তারকা। সাধারণ মানুষের একাংশও এই ধরণের প্রতিবেদনকে নিন্দনীয় বলে ব্যাখ্যা করেন। বেশ কিছুদিন ধরে এই বিষয়টি ট্রেন্ডিং করতে থাকে সোস্যাল মিডিয়ায়।

২) আমির খান

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

পিকে ছবির প্রথম পোস্টারেই শোরগোল পড়ে যায় চারিদিকে। নগ্ন অবস্থায় দেখা যায় বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট আমির খানকে। ওই পোস্টারে শুধু একটি ট্রান্সিস্টরের সাহায্যে নিজের গোপন অঙ্গ ঢেকে রেখেছিলেন আমির। এই নিয়ে শুরু হয় বিতর্ক।

এই পোস্টারটি ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে হানিকর, এবং এই পোস্টারের মাধ্যমে নগ্নতার প্রচার করা হচ্ছে এই যুক্তিতে সিনেমার মুক্তি বন্ধ করানোর আর্জি নিয়ে আদালতে জনস্বার্থ মামলা করেন জনৈক সমাজসেবী হেমন্ত পাটিল।

এর পাশাপাশি পিকে সিনেমার এই বিতর্কিত পোস্টারটি হুবহু টুকলি করার অভিযোগও ওঠে নির্মাতাদের বিরুদ্ধে।

৩) সানিয়া মির্জা

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

তেলেঙ্গানা সরকার সানিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করে যে এই সিদ্ধান্ত গ্রহণীয় নয়, কারণ সানিয়া পাকিস্তানের পূত্রবধূ। বিজেপির তরফ থেকে এই অভিযোগ আরও প্রবলভাবে তোলা হয়।

তেলেঙ্গানার বিজেপি নেতা কে লক্ষ্মণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। সানিয়া এই সম্মান পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে শুরু হয় চাপানোতর। লক্ষ্মণের যুক্তি ছিল তেলেঙ্গানাকে আলাদা রাজ্য ঘোষণার আন্দোলনে সানিয়া যোগ দেননি, তাই তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার যোগ্যতাও তার নেই।

এর জবাবে মুখ খোলেন সানিয়া। বলেন, পাকিস্তানের পুত্রবধূ হলেও তিনি ভারতের মেয়ে। তিনি ভারতীয়, এবং আমরণ ভারতীয়ই থাকবেন। সানিয়ার সমর্থনে এগিয়ে আসেন বলিউডের একাংশও।

৪) শ্বেতা বসু

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

মকড়ি ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী শ্বেতা বসুকে দেহব্যবসার দায়ে হাতেনাতে গ্রেফতার করে হায়দ্রাবাদ থানার পুলিশ।

পরে একটি মিডিয়া রিপোর্টে প্রকাশ হয় তিনি বলেছেন, কাজের অভাবে হাতে টাকা ছিল না, অভাবের তাড়নায় এই পথে নেমেছিলেন তিনি। তাঁর কাছে অন্য আর কোনও পথ খোলা ছিল না। যদিও জেল থেকে ছাড়া পেয়ে এই মন্তব্য অস্বীকার করেন শ্বেতা। জানান, রেসকিউ হোমে থাকা কালীন তিনি মায়ের সঙ্গে দেখা করতে পারেননি কীকরে সাংবাদিকদের সঙ্গে দেখা করে একথা বলবেন তিনি। মিডিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামার কথাও জানিয়েছেন শ্বেতা।

শ্বেতা বসুর প্রসঙ্গে রানি মুখোপাধ্যায় মুখ খুলতে না চাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল রানিকেও।

৫) অঙ্কিত তিওয়াড়ি

ফিরে দেখা ২০১৪ : বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন যে তারকারা

আশিকি ২ খ্যাত সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়াড়িকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ২৮ বছরের এক মহিলা এই সংক্রান্ত অভিযোগ দায়ের করলে ভারসোভা পুলিশ তাঁর আন্ধেরির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

অভিযোগ অনুযায়ী, ওই মহিলার সঙ্গে গত আড়াই বছর ধরে সম্পর্ক ছিল অঙ্কিতেক। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করে অঙ্কিত। অভিযোগে এও জানানো হয়েছিল, যখন অঙ্কিত পীড়িতাকে প্রেমের প্রস্তাব দেন তখনই পীড়িতা তাঁর অতীত সম্পর্কে অঙ্কিতকে জানিয়ে দিয়েছিলেন। অঙ্কিতও তাঁর মেয়ে গ্রহণ করবেন বলে কথা দিয়েছিলেন।

English summary
Flashback 2014: Celebrities who got into controversies and made headlines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X