For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হড়পা বান এসে কাদা-জলে ভাসিয়ে নিয়ে গেল ৩ গ্রাম, মেঘভাঙা দুর্যোগ উত্তরকাশীতে

মেঘভাঙা বৃষ্টি থেকে তৈরি হওয়া হড়পা বানে ভেসে গেল উত্তরকাশীর তিন গ্রাম। রবিবারই এই আশঙ্কা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও আগাম ব্যবস্থা নিয়ে প্রাণহানি রোখা গেল না।

Google Oneindia Bengali News

মেঘভাঙা বৃষ্টি থেকে তৈরি হওয়া হড়পা বানে ভেসে গেল উত্তরকাশীর তিন গ্রাম। রবিবারই এই আশঙ্কা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও আগাম ব্যবস্থা নিয়ে প্রাণহানি রোখা গেল না। কাদামাটির স্রোতে তিনটি গ্রাম একেবারে ধুয়েমুছে সাফ। এই ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আরও অনেকে নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কায় প্রশাসন।

মেঘভাঙা বৃষ্টি থেকে তৈরি হওয়া হড়পা বানে ভেসে গেল উত্তরকাশীর তিন গ্রাম। রবিবারই এই আশঙ্কা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও আগাম ব্যবস্থা নিয়ে প্রাণহানি রোখা গেল না। কাদামাটির স্রোতে তিনটি গ্রাম একেবারে ধুয়েমুছে সাফ। এই ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আরও অনেকে নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কায় প্রশাসন।

উত্তরকাশীর এই গ্রামগুলির সঙ্গে হিমাচল প্রদেশের সংযোগকারী রাস্তাও নেমে যায় জলের তোড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়ে তিন গ্রাম। শুধু রাস্তাই নয়, গ্রামে ঢুকে পড়ে নদী। ফলে জলের তোড়ে ভেঙে পড়ে ঘর-বাড়িও। উদ্ধারকার্যে তাই যথেষ্ট বেগ পাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এই ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দুন হাসপাতালে আপতকালীন বিভাগ চালু করা হয়েছে। উত্তরকাশী থেকে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে দুন হাসপাতালে। অনেকে এখনও নিখোঁজ রয়েছে বলেও জানা গিয়েছে।

এরই মধ্যে আবহাওয়া দফতর খারাপ খবর শুনিয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আরও কয়েকদিন এই বৃষ্টি চলতে পারে। ফলে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না। উদ্ধারকার্যেও ব্যাঘাত ঘটতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য।

এই পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রশাসন আগাম ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, যাতে প্রাণহানি রোখা যায়, সেজন্য দুর্গত এলাকা থেকে সবাইকে সরানো হচ্ছে। উত্তর কাশীর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ধারকার্যের জন্য পাঠানো হয়েছে এনডিআরএফ ও আরটিবিপিকে।

প্রশাসন জানিয়েছে, বিপদসীমার উপর দিয়ে বইছে টঙ্ক নদী। ফলে পরিস্থিতি যেকোনও মুহূর্তে খারাপ থেকে খারাপতর হতে পারে। সেজন্য সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে। এলাকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

English summary
Flash Flood floats three villages of Uttar Kashi due to cloud blast rain. Flash flood is devastating in Uttarkashi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X