For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট কেটে বিমানে করে দিল্লি থেকে বেঙ্গালুরু মায়ের কাছে ফিরল পাঁচ বছরের বিহান

টিকিট কেটে বিমানে করে দিল্লি থেকে বেঙ্গালুরু মায়ের কাছে ফিরল পাঁচ বছরের বিহান

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস লকডাউনের কারণে বন্ধ থাকা বিমান পরিষেবা সোমবার পুনরায় চালু করা হল। এদিন এক ছোট্ট শিশুকে বিমানে বিশেষ বিভাগের টিকিটে বেঙ্গালুরু বিমানবন্দরে নিয়ে আসা হয়। একাই শিশুটি বিমানে করে বেঙ্গালুরুতে পৌঁছান।

দিল্লি থেকে একাই আসেন বিহান

দিল্লি থেকে একাই আসেন বিহান

পাঁচ বছরের বিহান শর্মা দিল্লি থেকে একা বেঙ্গালুরু আসেন এবং কেম্পেগোদা বিমানবন্দরে অত্যন্ত খুশি হয়ে মায়ের হাত জড়িয়ে ধরে থাকতে দেখা যায় তাকে। সে বিশেষ বিভাগের যাত্রী বলে জানা গিয়েছে। বিহানের মা বলেন, ‘‌আমার পাঁচ বছরের ছেলে বিহান দিল্লি থেকে একা এসেছে, তিনমাস পর সে বেঙ্গালুরুতে এল।'‌ এদিন বিহানের পরনে ছিল হলুদ রঙের পোশাক, সামঞ্জস্য রেখে হলুদ রঙের মাস্ক ও নীল রঙের গ্লাভস। প্রসঙ্গত, মার্চের শেষের দিকে দেশিয় বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। লকডাউন শুরু হওয়ার পর থেকেই অনেকে দেশের বিভিন্ন রাজ্য ও শহরে আটকে পড়েন।

৯টি বিমান বাতিল বেঙ্গালুরু থেকে

৯টি বিমান বাতিল বেঙ্গালুরু থেকে

সোমবার সকাল ৯টা পর্যন্ত বেঙ্গালুরুতে পাঁচটি বিমান অবতরণ করে এবং ১৭টি বিমান প্রস্থান করে। বিহানের বিমানও পাঁচটি বিমানের মধ্যে একটি ছিল। যদিও ৯টি বিমান বাতিল করা হয়।

বেশ কিছু চালু হয়নি বিমান পরিষেবা

বেশ কিছু চালু হয়নি বিমান পরিষেবা

রবিবার বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ‘কঠোর আলোচনার দীর্ঘ সময় শেষে বিমান পরিষেবা আবার শুরু হতে চলেছে। যদিও বিভিন্ন রাজ্য সরকার এই বিমান চালু করে দেওয়ার প্রস্তাবে সম্মত হয়নি।'‌ দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১.৩ লক্ষ ছুঁয়েছে। এই অবস্থায় সরকার বিমানবন্দরে সামাজিক দূরত্ব রক্ষার সঙ্গে সঙ্গে কী করণীয় এবং কী করণীয় নয় তার একটি দীর্ঘ তালিকা ঘোষণা করেছে। বিমানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে জুনে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতে পারে।

আধা সামরিক কর্মী, সেনারা প্রথম বিমানে যাত্রা করেন

যারা প্রথম এই বিমানগুলিতে যাত্রা করলেন তাঁদের মধ্যে রয়েছেন আধা সামরিক কর্মীরা, সেনা সদস্য, পড়ুয়া এবং পরিযায়ীরা যারা রেল পরিচালিত বিশেষ ট্রেনে টিকিট বুক করতে ব্যর্থ হয়েছেন।

চিনকে পাল্টা জবাব ভারতের, সীমান্তে বাড়ল সেনার উপস্থিতি! আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতিচিনকে পাল্টা জবাব ভারতের, সীমান্তে বাড়ল সেনার উপস্থিতি! আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি

English summary
Five-year-old Vihaan Sharma came to Bangalore alone from Delhi and was seen holding his mother's hand happily at the Kempegoda airport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X