For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতীতের পাঁচটি সাধারণ বাজেট, যা ভারতকে বদলে দিয়েছে

৫ সাধারণ বাজেট, যা ভারতকে বর্তমান রূপ দিয়েছে

  • |
Google Oneindia Bengali News

ভারত ইতিমধ্যেই এক দেশ এক কর ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। ১৯৫০ সাল থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেটে বেশ কিছু ঐতিহাসিক মুহুর্ত রয়েছে, যা কিনা ভারতকে বর্তমান অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এইসব বাজেট সরাসরি কোটি কোটি ভারতবাসীর ওপর প্রভাব ফেললও, উল্লেখ করতে যাওয়া বাজেটগুলি ছিল একটু অন্যরকমের। স্বাধীনতার পর থেকে একনজরে ৫ উল্লেখযোগ্য বাজেট।

ফেব্রুয়ারি ২৮, ১৯৫০, অর্থমন্ত্রী জন মাতাই

ফেব্রুয়ারি ২৮, ১৯৫০, অর্থমন্ত্রী জন মাতাই

স্বাধীন ভারতের প্রথম বাজেট। এই বছরের পরিকল্পনা কমিশন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিকল্পনা কমিশনই ভারতের পাঁচ বছরের পরিকল্পনা তৈরি করত। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী এই কমিশনকে সরিয়ে নীতি আয়োগ গঠন করেন।

 ফেব্রুয়ারি ২৯, ১৯৬৮, অর্থমন্ত্রী মোরারজি দেশাই

ফেব্রুয়ারি ২৯, ১৯৬৮, অর্থমন্ত্রী মোরারজি দেশাই

মোরারজি দেশাই হলেন এমন একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি ১০ টি বাজেট পেশ করেছিলেন। ১৯৬৮ সালে তিনি এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসারদের ওপর থেকে চাপ কমিয়ে দেন। কারখানার গেটে দাঁড়িয়ে সব মাল পরীক্ষা করতে হত। এই সাল থেকে সব ছোট ও বড় প্রস্তুতকারক সংস্থা নিজেদের পর্যালোচনায় রিপোর্ট তৈরি শুরু করে। এই একই বথরে স্পাউসাল অ্যালাউন্স তুলে নেওয়া হয়।

 ফেব্রুয়ারি ২৮, ১৯৮৬, অর্থমন্ত্রী বিশ্বনাথপ্রতাপ সিং

ফেব্রুয়ারি ২৮, ১৯৮৬, অর্থমন্ত্রী বিশ্বনাথপ্রতাপ সিং

ওই বছরের বাজেটে সর্বপ্রথম অপ্রত্যক্ষ কর সংস্কারের কথা বলা হয়েছিল। যেখান থেকে আজকের জিএসটি। এক্সাইজ ট্যাক্সেশনেও বড় পরিবর্তন আনা হয় ১৯৮৬-৮৭ সালের বাজেটে।

জুলাই ২৪, ১৯৯১, অর্থমন্ত্রী মনমোহন সিং

জুলাই ২৪, ১৯৯১, অর্থমন্ত্রী মনমোহন সিং

বিশেষজ্ঞ অর্থনীতিবিদ হিসেবে মনমোহন সিং ওই বছরের বাজেটে আমদানি-রপ্তানি নীতিতে বড় পরিবর্তন আনেন। প্রতিযোগিতার জন্য খুলে দেওয়া হয় ভারতের ব্যবসার দরজা।

 ফেব্রুয়ারি ২৮, ১৯৯৭, অর্থমন্ত্রী পি চিদাম্বরম

ফেব্রুয়ারি ২৮, ১৯৯৭, অর্থমন্ত্রী পি চিদাম্বরম

১৯৯৭ সালের বাজেটে ব্যবসা কিংবা ব্যক্তি, দুই তরফের জন্যই আধুনিক ট্যাক্স রেট আনা হয়। যার ফলে দেশে অনেক মানুষকে ট্যাক্সের আওতায় আনা সম্ভব নয়। ট্যাক্স ফাঁকি দিতে আয় লুকনোতে অনেকটাই বাধা পড়ে।

কবে শুরু রামমন্দির নির্মাণ কাজ? ট্রাস্ট গঠন নিয়ে কেন্দ্রের দিকে নজরকবে শুরু রামমন্দির নির্মাণ কাজ? ট্রাস্ট গঠন নিয়ে কেন্দ্রের দিকে নজর

English summary
Five significant Budget from 1950 those shapes India at the Present Form. Last one is in 1997.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X