For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন সংক্রমিত আফ্রিকা-ফেরৎ পাঁচজন কোভিড পজিটিভ বিহারে, জিনোম টেস্টে গেল নমুনা

ওমিক্রন সংক্রমিত আফ্রিকা-ফেরৎ পাঁচজন কোভিড পজিটিভ বিহারে, জিনোম টেস্টে গেল নমুনা

  • |
Google Oneindia Bengali News

দেশে ওমিক্রন (নতুন করোনা স্ট্রেন) সংক্রমিতর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রথমে কর্ণাটক, তারপর গতকাল গুজরাত ও মহারাষ্ট্র এবং রবিবার দিল্লিতে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে সংক্রমিত হওয়ার কথা জানা গিয়েছে৷ এবার সেই সংক্রমণ বিহারেও থাবা বসাল! কারণ সম্প্রতি আফ্রিকা থেকে বিহারে ফেরত আসা কিছু জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে!

বিহারে কোথায় সংক্রমন?

বিহারে কোথায় সংক্রমন?

রবিবার বিহারের গোপালগঞ্জ জেলায় পাঁচজনের শরীরে কোভিড সংক্রমন পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকেই আফ্রিকার ওমিক্রন-আক্রান্ত দেশগুলি থেকে বিহারে ফিরেছিলেন। স্বাস্থ্যদফতর সূত্রের খবর এঁদের প্রত্যেকের ভাইরাসের নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রোগীরা সম্প্রতি গোপালগঞ্জে এসেছেন। কোভিড প্রোটোকল অনুসারে, জেলা প্রশাসন এই যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা করে এবং সেই রিপোর্টই পজিটিভ এসেছে।

কী বলছেন স্বাস্থ্য আধিকারিক?

কী বলছেন স্বাস্থ্য আধিকারিক?

স্থানীয় এক স্বাস্থ্য আধিকারিকের কথায় জিনোম সিকোয়েন্সিংয়ের প্রক্রিয়া এখন শুরু হয়েছে। নমুনাগুলি খুব শীঘ্রই ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (IGIMS) জিনোম সিকোয়েন্সিংয়ে পরীক্ষার মধ্য দিয়ে যাবে। সেই ফলাফলগুলি অনুসরণ করে, তারা ওমিক্রন দ্বারা সংক্রামিত কিনা তা পরিষ্কার হবে।'

কী বলছেন গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের আধিকারিক?

কী বলছেন গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের আধিকারিক?

গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের এক আধিকারিকের কথায়, আমরা অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদের পরীক্ষা করার জন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমরা অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের নাম পেতে বেসামরিক বিমান চলাচল এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করছি। অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদের পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগের দলগুলি রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডে মোতায়েন করা হয়েছে।

আশঙ্কা বাড়ছে!

আশঙ্কা বাড়ছে!

যদিও বিহারে আফ্রিকা ফেরৎ এতজনের শরীরে কোভিড সংক্রমণ আদপে বি.১.১.৫২৯ স্ট্রেন কিনা তা জানতে রীতিমতো আগ্রহী সারা দেশ৷ ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্ত দেশগুলি থেকে বিমান আসা যাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ জারি হয়েছে৷ এমনকি ওমিক্রন আক্রান্ত কোনও দেশ থেকে ভারতে কেউ এলে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ হলেও বাধ্যতামূল ৭ দিনের সেল্ফ অবজারভেশনের নিয়ম শুরু হয়েছে৷ ভারত ছাড়াও আমেরিকা, ইংল্যান্ড সহ একাধিক দেশ আফ্রিকার ওমিক্রন আক্রান্ত দেশগুলির সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেছে৷ যদিও দেশের বিশেষজ্ঞদের একাংশের মতে শুধুমাত্র আফ্রিকায় নয় দেশের মধ্যেও মডিফাই হয়ে ওমিক্রন স্ট্রেনের সংক্রমন দেখা দিতে পারে!

English summary
Omicron infected Africa-backed five covid positive in Bihar, The sample sent to the genome test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X