৫ টি ট্যাক্স-এ পরিবর্তন! ১ এপ্রিল থেকে চালু নতুন ব্যবস্থা, একনজরে
পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে নতুন অর্থবর্ষ। দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রকোপের জেরে অর্থবর্ষ পিছিয়ে যাচ্ছে বলে গুজব ছড়ায়। পরে অর্থমন্ত্রকের তরফে পরিষ্কারহ ভাবে জানিয়ে দেওয়া হয় অর্থবর্ষ পিছিয়ে যাচ্ছে না। সেই মতো ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে। আ্রর লাগু হয়ে গিয়েছে, নতুন কর ব্যবস্থা। তবে ২০১৮-১৯ সালের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া এবং আধার ও প্যান সংযোগের তারিখ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
যেসব করগুলি ১ এপ্রিল থেকে পরিবর্তিত হচ্ছে, একনজরে

নতুন ট্যাক্স স্ল্যাব
২০২০ সালের বাজেটে ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে শুরু হয়েছে আয়করের নতুন স্ল্যাব। তবে এখানে নির্দেশিকায় বলা হয়েছে কেউ নতুন স্ল্যাব গ্রহণ করতে পারেন আবার পুরনো স্ল্যাবও অনুসরণ করতে পারেন।
নতুন স্ল্যাবে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এরপর ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত কর ৫ শতাংশ হারে, ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে, ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ হারে, ১০ থেকে ১২ .৫ লক্ষ টাকগা পর্যন্ত ২০ শতাংশ হারে, ১২.৫ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং ১৫ লক্ষের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

মিউচুয়াল ফান্ড কিংবা দেশিয় কম্পানি থেকে পাওয়া ডিবিডেন্টের ওপর কর
১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ড এবং দেশিয় কম্পানি থেকে পাওয়া ডিভিডেন্টের ওপর কর দিতে হবে। আগে যা করমুক্ত ছিল।

ইপিএফ, এনপিএস-এর ৭.৫ লক্ষের ওপর বিনিয়োগে কর
এনপিএস এবং ইপিএফ-এ কোনও কর্মীর জন্য কোনও সংস্থার বাৎসরিক বিনিয়োগ যদি ৭.৫ লক্ষের বেশি হয়ে যায়, তাহলে তার জন্য কর নেওয়া হবে সেই কর্মীর থেকে। যার জন্য ইতিমধ্যেই আয়কর আইনে পরিবর্তন আনা হয়েছে।

প্রথমবারের বাড়ির ক্রেতাদের জন্য অতিরিক্ত সুবিধা
যাঁরা প্রথমবারের জন্য বাড়ি কিনছেন(৪৫ লক্ষ টাকা পর্যন্ত) তাদের জন্য করে বাড়তি সুবিধা দেওয়া হবে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত। যাঁরা ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন, তাঁদের বাড়তি কর ছাড় দেওয়া হবে।

স্টার্টআপের কর্মীদের সুবিধা
১ এপ্রিলব থেকে স্টার্টআপের কর্মীদের জন্য এই সুবিধা দেওয়া হবে। কম্পানি থেকে এপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যানে তাঁদের যে শেয়ার বরাদ্দ করা হয়েছে, তার জন্য কর পরে দিলও হবে।