For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমরনাথের পথে মৃত ৫ পূণ্যার্থী! হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন

ধসের জেরে মৃত্যু হল ৫ অমরনাথ পূণ্যার্থীর। প্রবল বৃষ্টি আর বন্যার জেরে এই ধস নামে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের ব্রারি মার্গে এই ধস নামে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ধসের জেরে মৃত্যু হল ৫ অমরনাথ পূণ্যার্থীর। প্রবল বৃষ্টি আর বন্যার জেরে এই ধস নামে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের ব্রারি মার্গে এই ধস নামে বলে জানা গিয়েছে। অমরনাথ যাত্রায় বালতাল রুটে পড়ে এই ব্রারি মার্গ।

অমরনাথের পথে মৃত ৫ পূণ্যার্থী! হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালতাল রুটে রেলপাত্রী এবং ব্রারি মার্গের মধ্যে এই ধস নামে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আহতদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার অমরনাথের পথে অন্ধ্রপ্রদেশ থেকে আসা দুই পূণ্যার্থী-সহ তিনজনের মৃত্যু হয়। এই বছরে অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
অন্ধ্রপ্রদেশের ফিওয়ালায়ামের বাসিন্দা বছর ৭৫-এর মহিলা তোহতা রাধনামের মৃত্যু হয়েছে বালতালের বেস ক্যাম্পে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরার বাসিন্দা বছর ৬৫-র রাধাকৃষ্ণ শাস্ত্রীর মৃত্যু হয়েছে অমরনাথ মন্দিরের কাছে সানগামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি বালতালের বেসক্যাম্পের হাসপাতালে রাখা হয়েছে পরবর্তী বিভিন্ন আইনি কাজের জন্য। পুষ্কর যোশী নামে উত্তরখাণ্ডের এক বাসিন্দা শ্রীনগরের হাসপাতালে মারা যান মঙ্গলবার। সোমবার ব্রারি মার্গ এবং রেলপাথরির মধ্যে পাথরের আঘাতে আহত হয়েছিলেন তিনি।
৩.৫০০ পূণ্যার্থীকে নিয়ে এবারের অমরনাথ যাত্রার ষষ্ঠ ব্যাচটি মঙ্গলবার জম্মু থেকে রওনা হয়েছে। এবছরে এখনও পর্যন্ত প্রায় ৩৬ হাজার পূণ্যার্থী ৩,৮৮৮ মিটার উঁচু জায়গায় থাকা অমরনাথ শিবলিঙ্গ দর্শন করেছেন বলে জানা গিয়েছে। এবছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছে ২৮ জুন। ৬০ দিন ব্যাপী চলা অমরনাথ যাত্রা শেষ হবে ২৬ অগাস্ট রাখি বন্ধনের দিন।
English summary
Five Dead due to Landslide On Route To Amarnath Shrine In Jammu And Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X