For Quick Alerts
For Daily Alerts
নিয়ন্ত্রণ রেখার তাংধার সেক্টরে পাক সেনার হামলায় আহত পাঁচ নাগরিক
জঙ্গিরা আগেই জানিয়েছিল যে এবার তাদের নিশানায় থাকবে নিরীহ মানুষ। সন্ত্রাসবাদদের সেই প্রতিশ্রুতি রক্ষা করল পাকিস্তানের সেনা।

বৃহস্পতিবার সকালে উত্তর কাশ্মীরের তাংধার সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার নিক্ষেপ করা মর্টার ও বোমায় আহত হয়েছেন পাঁচজন কাশ্মীরবাসী। জানা গিয়েছে, সদপুরা, ধান্নি এবং তদ গ্রামে বিস্ফোরক ও মর্টার ছোঁড়ে পাক সেনা।
পাক সেনার ছোঁড়া মর্টারে আহত পাঁচ নাগরিককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পাকিস্তানকে পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার পক্ষ থেকেও মর্টার ছোঁড়া হয় এবং পাক সেনাকে শান্ত করে দেওয়া হয়।