For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিলে অসন্তোষ! অসমে মোদীর দলে বাড়ছে ক্ষোভ

নাগরিকত্ব বিল নিয়ে সমস্যা বাড়ছে অসম বিজেপিতে। আরও দুই বিজেপি বিধায়ক নাগরিকত্ব বিল নিয়ে বিরোধীদের দলে যোগ দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব বিল নিয়ে সমস্যা বাড়ছে অসম বিজেপিতে। আরও দুই বিজেপি বিধায়ক নাগরিকত্ব বিল নিয়ে বিরোধীদের দলে যোগ দিয়েছেন। বিপুরিয়ার বিজেপি বিধায়ক দেবানন্দ হাজারিকার মতে একজন বিদেশি তাঁর কাছে বিদেশিই। এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া যায় না। তাই তিনি এই বিলের বিরুদ্ধে।

দেবানন্দ হাজারিকা

দেবানন্দ হাজারিকা

এই বিজেপি বিধায়ক জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এনআরসি আপডেট করা হচ্ছে। কিন্তু নাগরিকত্ব বিল পাশ হলে তা আর করা যাবে না।

অতুল বোরা

অতুল বোরা

অপর বিজেপি বিধায়ক দিসপুর থেকে নির্বাচিত অতুল বোরা নাগরিকত্ব বিল বিরোধী মত প্রকাশ করেছেন। বিল নিয়ে দলের মত ভিন্ন হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তাদের মুখ্যমন্ত্রীর উচিত মেঘালয় সরকারের পথ অনুসরণ করা। বলেছেন এই বিধায়ক।

মেঘালয়ে প্রথম বিল বিরোধী প্রস্তাব

মেঘালয়ে প্রথম বিল বিরোধী প্রস্তাব

উত্তর পূর্বে মেঘালয়ই প্রথম রাজ্য, যেখানে তারা প্রথম এই বিলের বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছে।

বিরোধিতা আরও ২ বিধায়কেরও

বিরোধিতা আরও ২ বিধায়কেরও

এই সপ্তাহের শুরুর দিকেই লাহোয়ালের বিজেপি বিধায়ক ঋতুপর্ণা বরুয়া এবং সুটিয়ার বিধায়ক পদ্মা হাজারিকাও এই বিলের বিরুদ্ধে কথা বলেছেন। ঋতুপর্ণা বরুয়া যেখানে বলছেন, এই বিল অবৈধ অভিবাসীদের মর্যাদা দেবে। অন্যদিকে পদ্মা হাজারিকা বলছেন, অনুপ্রবেশকারীদের জন্য অসম চুক্তিতে থাকা ১৯৭১-এর ২৫ মার্চ দিনটিকেই সমর্থন করছেন।

English summary
Fissures within Assam BJP over Citizenship Bill widen in the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X