For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের হাসপাতালে আইসিইউ-তে কোমর সমান জল, সাঁতরে বেড়াচ্ছে মাছের দল, দেখুন ভিডিও

পাটনায় নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে এমনকী জল ঢুকে গিয়েছে। আর সেই জলে ঘুরে বেড়াচ্ছে মাছের দল।

  • |
Google Oneindia Bengali News

একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বিহারের জনজীবন। পাটনায় প্রায় সর্বত্র জল জমে গিয়েছে। বৃষ্টির জলে প্লাবন দেখা দিয়েছে নানা এলাকায়। পাটনায় নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে এমনকী জল ঢুকে গিয়েছে। আর সেই জলে ঘুরে বেড়াচ্ছে মাছের দল। ফলে বিহারের স্বাস্থ্যক্ষেত্রের দুর্দশা ফের একবার সকলের চোখের সামনে জ্বলজ্বল করছে।

সর্বত্র জমেছে জল

সর্বত্র জমেছে জল

শুক্রবার থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে পাটনায়। জল জমে শহরের অবস্থা বেহাল। নালন্দা হাসপাতালের সর্বত্র জল জমে রয়েছে।

হাসপাতালের ভিতর

হাসপাতালের ভিতর

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। পরিস্থিতি বিচার করে নানা পদক্ষেপ করছেন। এই অবস্থার জন্য যাঁরা দায়ী তাদের শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কবে ঘটনা হল, হাসপাতালের ভিতরে এভাবে জল ঢুকবে তা মানা যায় না।

আইসিইউ

আইসিইউ

হাসপাতালের বিভিন্ন জরুরি ওয়ার্ডে এভাবেই জল ঢুকে রয়েছে। তার মধ্যেই রোগীরা শুয়ে রয়েছেন। চারপাশে দামী মেশিনগুলি কতটা ভালো অবস্থায় রয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এভাবেই মরণাপন্ন রোগীরা দিন কাটাচ্ছেন।

আইসিইউ-তে মাছ

সংবাদসংস্থা এএনআইএর এই ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে হাসপাতালের ভিতরে জমা জলে মাছ ঘুরে বেড়াচ্ছে। আইসিইউ-র মতো গুরুত্বপূর্ণ ঘরেও রোগীর পাশাপাশি জায়গা দখল করে নিয়েছে মীনের দল।

English summary
Fishes swims in Nalanda Medical College Hospital's ICU in Bihar after waterlogging
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X