For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Army Day: সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, এই প্রথম বেঙ্গালুরুতে আয়োজিত সেনা দিবস বার্তা সেনা প্রধানের

Army Day: সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, এই প্রথম বেঙ্গালুরুতে আয়োজিত সেনা দিবস বার্তা সেনা প্রধানের

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুকে এই প্রশম সেনা দিবস উদযাপন করা হচ্ছে। এতদিন পর্যন্ত রাজধানী দিল্লিতেই এই সেনা দিবস উদযাপন করা হত। স্বাধীনতার ৭৫ বছরে এই প্রথম ৭৫ তম সেনা দিবস উদযাপন করা হচ্ছে বেঙ্গালুরুতে। সেনা দিবসে যোগ দিয়েই সীমান্ত সুরক্ষা নিয়ে বার্তা দিয়েছেন সেনা প্রধান। তিনি বলেছেন, দেশের সীমান্তের পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। কয়েকদিন আগেই সেনা প্রধান বলেছিলেন ভারত চিন সীমান্তের পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকলেই যেকোনও মুহূর্তে যেকোনও কিছু হতে পারে।

 সেনা দিবসের প্যারেড এবার বেঙ্গালুরুতে

সেনা দিবসের প্যারেড এবার বেঙ্গালুরুতে

আজ দেশে উদযাপিত হচ্ছে ৭৫ তম সেনা দিবস। সেনা দিবস এবার একটু বেশি করে আলাদা। কারণ এবার ৭৫ তম সেনা দিবস উদযাপন হচ্ছে। সেই সঙ্গে এই প্রথম রাজধানী দিল্লিতে নয় বেঙ্গালুরুতে উদযাপিত হচ্ছে সেনা দিবস। এদিন রাজধানী দিল্লিতেই সেনা দিবস উদযাপন করা হত। বেঙ্গালুরুর এমইজি অ্যান্ড সেন্টারে সেনা দিবসের বিশেষ প্যারেেডর আয়োজন করা হয়েছে। সেখানে সেনা প্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ সেনা আদিকারীকরা উপস্থিত রয়েছেন সেখানে বেঙ্গালুরুর পাশাপাশি দেশের সব সেনা ছাউনিতেই সেনা দিবস উদযাপন করা হচ্ছে।

 সীমান্ত সুরক্ষা নিয়ে বার্তা

সীমান্ত সুরক্ষা নিয়ে বার্তা

সীমান্ত সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনা প্রধান। তিনি বলেছেন দেশর সীমান্ত সুরক্ষিত রয়েছে। কয়েকদিন আগেই সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছিল। অরুণাচল প্রদেশের সীমান্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। চিনা ফৌজ আগ্রাসন শুরু করেছিল অরুণাচল প্রদেশের সীমান্তে। সেই পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছে ভারতীয় সেনা। তাই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল গোটা দেশে। ভারতীয় সেনার পক্ষ থেকে দাবি করা হয় কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা গিয়েছে। তবে সেনা প্রধান সীমান্তের পরিস্থিতি িনয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যেকোনও মুহূর্তে বড় কিছু ঘটতে পারে সীমান্তে। তবে ভারতীয় ফৌজ সব মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

 দেশ জুড়ে উদযাপিত সেনা দিবস

দেশ জুড়ে উদযাপিত সেনা দিবস

গোটা দেশেই আজ বিভিন্ন সেনা ছাউনিতে উদযাপিত হচ্ছে সেনা দিবস। স্কাই ডাউভিং থেকে শুরু করে মোটরবাইকে একাধিক কসরত দেখাবেন সেনা জওয়ানরা। সেই সঙ্গে রয়েছে সেনাবািহনীর প্যারেড। নিজেদের শক্তি প্রদর্শনে এদিন আর কোন খামতি রাখে না সেনাবাহিনী। ডেয়ারডেভিল জাম্প, সেনাবাহিনীর এভিয়েশন কর্পসের হেলিকপ্টার নিয়ে ফ্লাই পাস্ট সহ একাধিক প্রদর্শন রয়েছে।

এবার একটু বেশি উদযাপন

এবার একটু বেশি উদযাপন

এবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির পাশাপাশি সেনা দিবসেরও ৭৫ বছর পূর্তি। সেকারণে এবছর একটু বেশিই । এইবছর বেঙ্গালুরুচে সেনা দিবসের প্রধান অনুষ্ঠানটি উ পরিচালনার দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর সাউর্দান কম্যান্ড। পুণেতে রয়েছে যার হেড কোয়ার্টার। এর আগে প্রতি বছর দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডেই সেনা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হত।

English summary
First time Indian Army day celebrate at Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X