ভারতীয় বিমান বাহিনীতে ইতিহাস। আগামী মাসেই মিগ ২১ বাইসন জেট চালাবেন তিন মহিলা পাইলট। গত বছরের জুলাই-এ বিমান বাহিনীতে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে ইতিহাসের পাতায় স্থান পেতে চলেছেন অবণী চতুর্বেদী, ভাওনা কান্ত এবং মোহনা সিং। আগামী মাসেই তাঁরা চালাবেন মিগ ২১ বাইসন জেট। এই মুহুর্তে প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর এই তিন মহিলা সদস্য।
বাহিনীর নতুন তিন মহিলা সদস্য প্রথমে মিগ ২১ বাইসন চালানোর দায়িত্ব দেওয়া হবে। মিগ ২১ মাধ্যমেই তাদের দক্ষতা আরও ক্ষুরধার হবে বলেই মনে করছেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। মিগ ২১ চালানোয় দক্ষতা আনার পরেই তাঁদের অন্য জেট চালানোর দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বায়ুসেনায় মহিলাদের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণের একবছরেরও কম সময়ের মধ্যে গত বছরের জুলাইয়ে তিনজনকেই বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তিনজনকেই প্রশিক্ষণের দায়িত্বে থাকা বিমান বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, আগামী মাসেই তাঁরা যুদ্ধ বিমান চালাবেন।
এই মুহুর্তে তিনজনই হক অ্যাডভান্স জেট ট্রেনারের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.