For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেনের আকাল মহারাষ্ট্র জুড়ে, সঙ্কট কাটাতে বিশাখাপত্তনম থেকে ছুটল প্রথম ‘‌অক্সিজেন এক্সপ্রেস’‌

অক্সিজেনের আকাল মহারাষ্ট্র জুড়ে, সঙ্কট কাটাতে বিশাখাপত্তনম থেকে ছুটল প্রথম ‘‌অক্সিজেন এক্সপ্রেস’‌

Google Oneindia Bengali News

দেশের করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে অক্সিজেনের সঙ্কট নতুন করে জটিল অবস্থার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার এক বৈঠকে নরেন্দ্র মোদী জানিয়ে ছিলেন যে রাজ্যগুলিতে দ্রুত অক্সিজেন সরবরাহ করতে রেলের সাহায্য নেওয়া প্রয়োজন। এই বৈঠকের পরই বৃহস্পতিবার গভীর রাতে তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের পথে রওনা দিল '‌অক্সিজেন এক্সপ্রেস’‌। রেলমন্ত্রী পীযূশ গোয়েল রাতেই টুইটারে এই তথ্য জানিয়ে বলেছেন যে রোল–রো (‌রোল অন–রোল–অফ)‌ ট্রেন সাতটি ট্যাঙ্কার নিয়ে বিশাখাপত্তনম ছাড়ে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে এই ট্রেন রাষ্ট্রীয় ইস্পাত নিগমের সুবিধা নিয়ে বিশাখাপত্তনম থেকে রওনা দিয়েছে

অক্সিজেনের আকাল মহারাষ্ট্র জুড়ে, সঙ্কট কাটাতে বিশাখাপত্তনম থেকে ছুটল প্রথম ‘‌অক্সিজেন এক্সপ্রেস’‌


রেলমন্ত্রী টুইটে বলেন, '‌প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন তরল মেডিক্যাল অক্সিজেন ট্যাঙ্কার ভর্তি করে মহারাষ্ট্রের উদ্দেশ্যে ভাইজাগ থেকে ছাড়ে। এই কঠিন সময়ে রেল ক্রমাগত জরুরি পণ্য পরিষেবা দেশকে দিয়ে চলেছে এবং সমস্ত নাগরিকের মঙ্গলার্থে এই ধরনের প্রয়াস ভবিষ্যতেও করবে।’‌ রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র থেকে রাষ্ট্রীয় ইস্পাত নিগমের কাছে ৭টি খালি অক্সিজেন ট্যাঙ্কার এসে পৌঁছেছিল। বৃহস্পতিবার সকালে এই ট্যাঙ্কারগুলি আসার পর সেগুলিতে তরল মেডিক্যাল অক্সিজেন ভরা হয়। সন্ধ্যায় সেগুলি পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্রে।

কোভিড রিপোর্ট নেই, গুরুতর অসুস্থ রোগীকে ফেরাচ্ছে হাসপাতাল! দিল্লিতে বাড়ছে উদ্বেগ কোভিড রিপোর্ট নেই, গুরুতর অসুস্থ রোগীকে ফেরাচ্ছে হাসপাতাল! দিল্লিতে বাড়ছে উদ্বেগ

কোভিড–১৯ তীব্র সংক্রমণের মাঝে মেডিক্যাল অক্সিজেনের আকাল দেখা দেওয়ায় গত ১৯ এপ্রিল মুম্বইয়ের কাছে কালাম্বোলি থেকে ফাঁকা ট্যাঙ্কার নিয়ে ট্রেন ছাড়ে বিশাপত্তনমের উদ্দেশ্যে। প্রায় ৫০ ঘণ্টা সফরের পর ২২ এপ্রিল ভোররাত ১টার সময় তা বিশাখাপত্তনমে পৌঁছায়। এরপর অক্সিজেন নিয়ে তা ফের মহারাষ্ট্রের পথে পাড়ি দেয়। প্রতিটি ট্যাঙ্কারে ১৫ টন তরল অক্সিজেন ভরা হয়েছে। পূর্ব উপকূল রেলওয়ের ওয়ালটেয়ার ডিভিশনের সঙ্গে যৌথভাবে এটি করা হয়েছে

রবিবার রেলমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পরবর্তী কয়েক দিন গোটা দেশে অক্সিজেন সঙ্কট মেটাতে অক্সিজেন এক্সপ্রেস চালু করা হবে। এই উদ্যোগের আওতায় খালি ট্যাঙ্কারগুলিতে অক্সিজেন ভর্তি করতে সেগুলি পাঠানো হবে বিশাখাপত্তনম, জামশেদপুর, রাউরকেল্লা ও বোকারোতে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশদুড়ে অক্সিজেনের হাহাকার পরে গিয়েছে।

English summary
first oxygen express starts journey from visakhapatnam to maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X