For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাক আলোচনা শুরুর তোড়জোড়! পুলওয়ামার পর প্রথম বৈঠক ওয়াঘা সীমান্তে

পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ মার্চ। ওইদিন করতারপুর করিডোর নিয়ে দুই প্রতিবেশী দেশ বৈঠক করবে ওয়াঘা-আটারি সীমান্তে।

Google Oneindia Bengali News

পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ মার্চ। ওইদিন করতারপুর করিডোর নিয়ে দুই প্রতিবেশী দেশ বৈঠক করবে ওয়াঘা-আটারি সীমান্তে। দুই দলের অফিসিয়ালদের মধ্যে করিডোরের কীভাবে সম্মিলিতভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বৈঠক হবে।

ভারত-পাক আলোচনা শুরুর তোড়জোড়, পুলওয়ামার পর প্রথম বৈঠক ওয়াঘা সীমান্তে

ভারত প্রস্তাব দিয়েছে, ওই দিনই একইসঙ্গে করিডোরের শ্রেণিবদ্ধকরণ সম্পর্কিত প্রযুক্তিগত স্তরের আলোচনা করতে হবে। এই বৈঠক নিয়ে এখন চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। কেননা বৈঠকের নির্ধারিত দিনের ঠিক একমাস আগে পুলওয়ামায় ঘটে গিয়েছে আত্মঘাতী জঙ্গি হামলা। তারপর বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। সেই আঙ্গিকে করতারপুর করিডোর নিয়ে দুই দেশের আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: 'দেশে জইশ-ই-মহম্মদের অস্তিত্ব নেই', ফের মিথ্যা বলে হাসির খোরাক পাকিস্তান][আরও পড়ুন: 'দেশে জইশ-ই-মহম্মদের অস্তিত্ব নেই', ফের মিথ্যা বলে হাসির খোরাক পাকিস্তান]

উল্লেখ্য, এই করতারপুর করিডোরের শিলান্যাসে গিয়ে পাক সেনা প্রধান জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেছিলেন সিধু। সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। দেশের মাটিতে কংগ্রেস নেতা সিধুকে কাঠগড়ায় তোলা হয়। দলেও সমালোচনার মুখে পড়েন তিনি। তারপর পুলওয়ামা-কাণ্ডের ঝড় বয়ে যায় দেশে।

[আরও পড়ুন: লোকসভার আগে তৃণমূলের লোগোয় নীল-সাদার ছটা, প্রোফাইল বদলে গেল মমতারও][আরও পড়ুন: লোকসভার আগে তৃণমূলের লোগোয় নীল-সাদার ছটা, প্রোফাইল বদলে গেল মমতারও]

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে। সেই হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে স্পষ্ট হয়। এমনকী জয়েশের তরফে এই ঘটনার দায় স্বীকারও করা হয়। আর এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে ভারতের একটা বড় অংশ তা মনে করছে। এরপরই ২৬/২-এ সার্জিক্যাল স্ট্রাইক করে জবাব দেয় বায়ুসেনা। তারপর এই প্রথম দুই দেশের আধিকারিকদের মধ্যে কোনও বৈঠক সংঘটিত হতে চলেছে।

[আরও পড়ুন: বিজেপির প্রার্থী তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! বিড়ম্বনায় পড়েছে রাজ্য নেতৃত্ব][আরও পড়ুন: বিজেপির প্রার্থী তালিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! বিড়ম্বনায় পড়েছে রাজ্য নেতৃত্ব]

English summary
First meeting between India and Pakistan after Pulwama terror attack held at Wagha border. The meeting would be held on 14 March about Kartarpur Corridor,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X