For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটের সুর চড়েছে এতদিনে, নভেম্বরেই প্রথম সভাতেই বসতে চলেছে চাঁদের হাট

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড কার্যত মহাজোটের প্রথম সভা হবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু হঠাৎ পরিস্থিতির পরিবর্তন। মহাজোটও সক্রিয় হয়ে উঠেছে।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড কার্যত মহাজোটের প্রথম সভা হবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু হঠাৎ পরিস্থিতির পরিবর্তন। মহাজোটও সক্রিয় হয়ে উঠেছে। সেইমতো মহাজোটের প্রথম সভাও এগিয়ে আসছে অনেকটাই। এই নভেম্বরেই হায়দরাবাদে বসছে মহাজোটের প্রথম সভা। আর মহাজোটের এই সক্রিয়তা মমতার ফর্মুলা মেনেই হচ্ছে।

দিল্লিতে বৈঠক আগামী সপ্তাহে

দিল্লিতে বৈঠক আগামী সপ্তাহে

আগামী সপ্তাহেই দিল্লিতে বসছে মহাজোটের প্রথম বৈঠক। আর এই বৈঠকের পরই হায়দরাবাদে প্রথম সভা মোদী বিরোধী জোটের। সেই সমাবেশে থাকবে বিজেপি বিরোধী প্রায় সমস্ত দলই। প্রধান উদ্যোক্তা তেলেগু দেশম পার্টির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

হায়দরাবাদে মহাজোটের সভা

হায়দরাবাদে মহাজোটের সভা

তেলেঙ্গানা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে টিডিপি। হায়দরাবাদে মুখ্যত তেলেঙ্গানা নির্বাচনের জোট সভা হলেও, আদতে তা লোকসভা ভোটের আগে মহাজোটের সভাই হতে চলেছে। সেখানে শুধু কংগ্রেস বা টিডিপিই নয়, থাকবে তৃণমূল কংগ্রেস, এনসিপি থেকে শুরু করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলিও।

রাহুলের সঙ্গে কথা চন্দ্রবাবুর

রাহুলের সঙ্গে কথা চন্দ্রবাবুর

ইতিমধ্যেই এ ব্যাপারে কথা হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। রাহুল সম্মতি জানিয়েছেন, চন্দ্রবাবুকে উদ্যোগ নিতে বলেছেন। সেইমতো চন্দ্রবাবু অন্যান্য বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা করছে। অনেকের সঙ্গে দেখা করেছেন। খুব সম্প্রতি তিনি বাংলায় আসছেন মমতার সঙ্গে কথা বলতে।

দিল্লির বৈঠকে সিদ্ধান্ত

দিল্লির বৈঠকে সিদ্ধান্ত

দিল্লিতে বিরোধী দলগুলির সভায় মহাজোটের প্রথম সভার ব্যাপারে যেমন পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে, তেমনই প্রচার কৌশলও স্থির করা হবে। সেইসঙ্গে শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলি কী স্ট্যান্ড, তাও স্থির হবে। মোট কথা, এখন থেকেই মহাজোটের দলগুলি একসঙ্গে পথ চলা শুরু করতে চলেছে।

পরপর মহাজোটের সভা

পরপর মহাজোটের সভা

হায়দরাবাদের সভাতে যেমন মহাজোটের শক্তিপ্রদর্শন হবে, তেমনই আসন্ন লোকসভা ভোটের আগে একের পর এক মহাজোটের সভা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ২০১৯-এ ১৯ জানুয়ারি মমতার ডাকে ব্রিগেডের সভাও আক্ষরিকভাবে হতে চলেছে মহাজোটের শক্তিপ্রদর্শনের ক্ষেত্র।

মহাজোটের সুর চড়ছে

মহাজোটের সুর চড়ছে

রাজ্যে রাজ্যেও মহাজোটের সুর বাড়ছে। একমাত্র মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ছাড়া বাকিদের সঙ্গে রাজ্যওয়াড়ি জোট হয়েছে কংগ্রেসের। তেলেঙ্গানায় যেমন টিডিপি ও সিপিআইয়ের সঙ্গে জোট হয়েছে, তেমনই রাজস্থানে জোট হয়েছে অখিলেশের সমাজবাদী পার্টি, শারদ পাওয়ারের এনসিপি ও অজিত সিংয়ের দলের সঙ্গে।

English summary
First meeting of anti Modi alliance held on Novenber at Hydarabad. Now Chandrababu Naidu plays advance role for alliance,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X