For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে নজির কলকাতার! রূপান্তরকামীদের প্রথম সাহিত্য উৎসবের আসর শহরে

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে একেবারে সরকারি উদ্যোগে কলকাতায় রূপান্তরকামী মানুষদের প্রথম সাহিত্য উৎসব আয়োজিত হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ভাবনায়, মননে, প্রগতিশীল চিন্তাধারায় বাঙালি সমাজ সারা দেশে সবসময় এগিয়ে থেকেছে। সেই ভাবনাকে সামনে রেখেই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে একেবারে সরকারি উদ্যোগে কলকাতায় রূপান্তরকামী মানুষদের প্রথম সাহিত্য উৎসব আয়োজিত হতে চলেছে। সারা দেশে এমন উদ্যোগ এই প্রথম।

রূপান্তরকামীদের প্রথম সাহিত্য উৎসবের আসর কলকাতায়

জানা গিয়েছে, এই সাহিত্য উৎসবের সমস্ত লেখকই রূপান্তরকামী। এর আয়োজক সাহিত্য অ্যাকাডেমি। কোথা থেকে এই সাহিত্য উৎসবের ভাবনা সামনে এল? জানা গিয়েছে, গতবছরের নারী দিবসে নারী চেতনা বলে একটি অনুষ্ঠান হয়। সেখানে রূপান্তরকামী লেখকরা অংশ নেন। তারপরই এমন সাহিত্য উৎসবের ভাবনা সামনে আসে।

দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ও এর সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়াও বহু নামী রূপান্তরকামী লেখকদের লেখা এবছর বেরোবে।

মানবী বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছেন, কাদের লেখা প্রকাশিত হবে তা নিয়ে। লেখক লেখিকাদের মধ্যে রয়েছেন, রানী মজুমদার, অরুনা নাথ, দেবজ্যোতি ভট্টাচার্য, অঞ্জলি মণ্ডল, দেবদত্ত বিশ্বাসরা। এমন বিভিন্ন লেখক ছোট গল্প, উপন্যাস, কবিতার ডালা সাজিয়ে এই সাহিত্য উৎসবের আসর জমিয়ে তুলবেন।

English summary
First ever transgender literary meet in India to be held in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X