For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থার্ড ওয়েভ আসার আগেই আতঙ্ক ধরাচ্ছে মহামারী, মধ্য প্রদেশে ধরা পড়ল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ

থার্ড ওয়েভ আসার আগেই আতঙ্ক ধরাচ্ছে মহামারী, মধ্য প্রদেশে ধরা পড়ল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ নিেয় এবার নতুন আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ভারতে। ভয়ঙ্কর করোনা ভাইরাসেরে ডেল্টা ভ্যারিয়েন্ট থাবা বসাতে শুরু করে দিয়েছে ভারতে। মধ্য প্রদেশে করোনা আক্রান্ত এক ব্যক্তির শরীরে মিলল এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্টেরই একটা মিউটেশন এটি। এখনও পর্যন্ত করোনার যেকটি ভ্যারিয়েন্ট ভাবিত করেছে গবেষক মহলকে তার মধ্যে এই ডেল্টা ভ্যারিয়েন্ট অন্যতম। সবচেয়ে ঘাতক, ভয়ঙ্কর এবং সংক্রামক ভ্যারিয়েন্ট।

 মধ্য প্রদেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

মধ্য প্রদেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

মধ্যপ্রদেশের ভোপালে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ভোপালে এক মহিলার শরীরে মিলেছে সেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান। যদিও তিনি এবং তাঁর পরিবারের সকলেইএখন করোনা নেগেটিভ। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই মধ্য প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। ভোপালের িচফ মেিডকেল অফিসার ডাক্তার প্রভাকর তিওয়ারি জানিয়েছে যাঁদের শরীরে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে, তাঁরা সকলেই ভোপালে গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

ডেল্টা ভ্যারিয়েন্ট কী

ডেল্টা ভ্যারিয়েন্ট কী

এই ডেল্টা ভ্যারিয়েন্টই করোনার সেকেন্ড ওয়েভের কারণ। সেটারই একটা মিউটেশন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ব্রিটেনে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল। সেটার মিউটেশন তৈরি হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। নীতি আয়োগের সদস্য ডাক্তার ভিকে পাল জানিয়েছেন, ইউরোপে প্রথম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল। ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। প্রায় ৬০ গুণ বেশি সংক্রামক বলে দাবি করা হয়েছে।

শিয়রে থার্ড ওয়েভ

শিয়রে থার্ড ওয়েভ

করোনার থার্ড ওয়েভ চলে এসেছে প্রায়। আগামী ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে ভারতে থার্ড ওয়েভের সংক্রমণ শুরু হবে এমনই জানিয়ে টাস্ক ফোর্স। মহারাষ্ট্রকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। তবে থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ বেশি হবে বলে যে আশঙ্কা করা হচ্ছিল সেটা অতটা হবে না বলে দাবি করেছে টাস্ক ফোর্স। তবে মহারাষ্ট্র সরকারকে এই নিয়ে সতর্ক করা হয়েছে।

আনলক প্রক্রিয়া শুরু

আনলক প্রক্রিয়া শুরু

করোনা ভাইরাসের থার্ড ওয়েভ যখন কড়া নাড়ছে দরজায় ঠিক তখনই আনলক প্রক্রিয়া শুরু করে দিয়েছে একাধিক রাজ্য। মহারাষ্ট্রে খুলে গিয়েছে দোকান বাজার, শপিংমল। লোকাল ট্রেনও চলতে শুরু করে দিয়েছে মহারাষ্ট্রে। রাস্তায় ভিড় বাড়ছে। রাজধানী দিল্লিতেও চলছে আনলক প্রক্রিয়া। দোকান বাজার খোলা রয়েছে। মেট্রো চলছে। যাত্রীদের ভিড়ও বাড়ছে রাস্তাঘাটে।

English summary
First Delta Plus Varient infection find in Madhya Paradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X