For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় এক দোষীর ফাঁসির সাজা, আর একজনের যাবজ্জীবন

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় দুই অভিযুক্তের একজনকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে ফাঁসির সাজা শোনাল দিল্লি আদালত।

  • |
Google Oneindia Bengali News

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় দুই অভিযুক্তের একজনকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে ফাঁসির সাজা শোনাল দিল্লি আদালত। দুই সাজাপ্রাপ্তের নাম নরেশ শেহরাওয়াত ও যশপাল সিং।

১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় এক দোষীর ফাঁসির সাজা, আর একজনের যাবজ্জীবন

তাদের বিরুদ্ধে হরদেব সিং ও অবতার সিংকে দক্ষিণ দিল্লির মাহিপালপুর এলাকায় দাঙ্গার সময় খুনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

যশপালের ফাঁসির সাজা এই মামলায় প্রথম মৃত্যুদণ্ডের সাজা বলে জানা গিয়েছে। ২০১৫ সালে তৈরি বিশেষ তদন্তকারী দল ৬০টি মামলার তদন্ত করে। সবমিলিয়ে ২৯৩টি মামলা ছিল। গত সপ্তাহে প্রথম শাস্তি ঘোষণা হল এতদিন পরে।

৫২টি মামলার রিপোর্ট খুঁজে পাওয়া যায়নি। ৮টি মামলা তদন্ত হয়। তার মধ্যে পাঁচটায় চার্জশিট দাখিল হয়। এই মামলাতেই কংগ্রেস নেতা সজ্জন কুমারও অভিযুক্ত রয়েছেন। সেই মামলা আদালতে ঝুলছে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় সবমিলিয়ে ২৮০০ জনের মতো মানুষের হত্য়া হয়েছিল। তার মধ্য়ে দিল্লিতেই খুন হন ২১০০ জনের বেশি মানুষ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্য়া করেন দুই শিখ দেহরক্ষী। তার বদলা নিতেই এত মানুষ হত্য়া করা হয় বলে অভিযোগ।

English summary
First death sentence pronounced in a 1984 anti-Sikh riots case by Delhi Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X