For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের প্রথম দিনে কতটা সফল প্রশাসন, একনজরে দেশের চিত্র

দ্বিতীয় দিনে পড়ল সারা ভারতব্যাপী করোনাভাইরাস লকডাউন। ২১ দিনের প্রথম দিনটিতে দেশ জুড়েই সাধারণ মানুষকে মুদিদ্রব্য, শাকসবজি, দুধের জন্য হাহাকার লক্ষ্য করা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দিনে পড়ল সারা ভারতব্যাপী করোনাভাইরাস লকডাউন। ২১ দিনের প্রথম দিনটিতে দেশ জুড়েই সাধারণ মানুষকে মুদিদ্রব্য, শাকসবজি, দুধের জন্য হাহাকার করতে হয়েছে। যদিও কেন্দ্র কিংবা রাজ্য সরকারগুলি জানিয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ কিংবা সরবরাহে কোনও রকমের বাধা দেওয়া হবে না কিংবা বাধা সৃষ্টি করা বরদাস্ত করা হবে না।

লকডাউনের প্রথম দিনে নতুন করে ১০১ জন আক্রান্ত, মৃত ৩

লকডাউনের প্রথম দিনে নতুন করে ১০১ জন আক্রান্ত, মৃত ৩

বুধবার লকডাউনের প্রথম দিনে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ১০১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ৩ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বুধবার রাতে যেখানে মৃতের সংখ্যা ছিল ১২, বৃহস্পতিবার সকালে মৃতের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১৫-তে।

বিশ্বে আক্রান্ত ৪২৭,৯৪০, মৃত ১৯,২৪৬ জন

বিশ্বে আক্রান্ত ৪২৭,৯৪০, মৃত ১৯,২৪৬ জন

বিশ্বের ১৮১ টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। যার জেরে ৪২৭,৯৪০ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৯,২৪৬ জনের।

অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা

অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা

কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দোবস্ত রাখা হয়েছে। ইকমার্স ওয়েবসাইট, রিটেল চেন, ভেন্ডর এবং অন্যদের অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। বিষয়টি নিয়ে বৈঠক করেছে সরকার।

সামাজিক দূরত্ব বজায় রাখতে ফের আবেদন প্রধানমন্ত্রীর

সামাজিক দূরত্ব বজায় রাখতে ফের আবেদন প্রধানমন্ত্রীর

লকডাউনের প্রথম দিনে দিল্লি থেকে বারাণসীয় বাসিন্দাদের উদ্দেশে করা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ফের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ওপর কোনও ধরনের হামলা বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। লকডাউনের প্রথম দিনেই রাজ্যে রাজ্যে আইন অমান্যকারী সাজা দিতেও দেখা গিয়েছে পুলিশকে।

English summary
First day of Coronavirus lockdown India registers 101 new cases and 3 deaths
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X