For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ দশক পরে পালা বদলের শপথ ত্রিপুরায়, জমকালো অনুষ্ঠানে হাজির থাকবেন মোদী

ত্রিপুরার প্রথম বিজেপি সরকার শপথ নেবে ৮ মার্চ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতীন গড়কড়ির উপস্থিতিতে ৬ মার্চ পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার প্রথম বিজেপি সরকার শপথ নেবে ৮ মার্চ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতীন গড়কড়ির উপস্থিতিতে ৬ মার্চ পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে।

৩ দশক পরে পালা বদলের শপথ ত্রিপুরায়, জমকালো অনুষ্ঠানে হাজির থাকবেন মোদী

এবারের নির্বাচনের আগে ত্রিপুরায় একাধিকবার প্রচারের গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'চলো পাল্টাই'-এর ডাক দিয়েছিলেন তিনি। সেই মতো পরিবর্তন হয়েছে ত্রিপুরায়। দ্বিতীয় পর্যায়ে ভোটপ্রচারে ত্রিপুরায় গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ৩ মার্চ ফল ঘোষণার পর রাজ্যে কমিউনিস্টদের নাম ও নিশান থাকবে না। বিজেপি সরকার গড়বে। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে।

৩ দশক পরে পালা বদলের শপথ ত্রিপুরায়, জমকালো অনুষ্ঠানে হাজির থাকবেন মোদী

ত্রিপুরায় প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব। শপথ গ্রহণের দুদিন আগে অর্থাৎ ৬ মার্চ ত্রিপুরায় যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। তাঁর উপস্থিতিতেই বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে।

৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় নির্বাচন হয়েছিল ৫৯ আসনে। বিজেপি জোট পেয়েছে ৪৩ টি আসন। এর মধ্যে বিজেপি জিতেছে ৩৫ টি আসনে। অন্যদিকে সহযোগী আইপিএফটি পেয়েছে আটটি আসন। সিপিএম-সহ বামেরা পেয়েছে ১৬ টি আসন। কংগ্রেস কিংবা তৃণমূল একটি আসনও পায়নি।

শেষ বার ১৯৮৮ সালে বাম বিরোধী হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন সমীররঞ্জন বর্মন। এরপর ১৯৯৩-এ ফের সিপিএমের নেতৃত্বাধীন সরকার একটানা ২০১৮ পর্যন্ত।

English summary
Narendra Modi will attend the oath taking ceremony of first BJP govt in Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X