For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরান ত্রস্ত করোনা ভাইরাসে, আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছে বায়ুসেনার বিমান

করোনা ভাইরাসে ত্রস্ত ইরান। এখনও লপর্যন্ত সেখানে ৭১৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩৭ জনের।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে ত্রস্ত ইরান। এখনও লপর্যন্ত সেখানে ৭১৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩৭ জনের। সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে রবিবার ইরানে পাঠানো হয়েছিল ভারতীয় বায়ুসেনার সি-সেভেন্টিন গ্লোবমাস্টার বিমানকে।

ইরান ত্রস্ত করোনা ভাইরাসে, আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছে বায়ুসেনার বিমান

এদিন সকালে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর জানিয়েছেন প্রথম ব্যাচে ৫৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হচ্ছে তেহেরান থেকে। সেখান থেকে বিমানটি রওনাও দিয়ে দিয়েছে। সেটি গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার হিনডন বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গিয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর সি-সেভেন্টিন গ্লোবমাস্টার বিমানকে রবিবার পাঠানো হয়েছিল ইরানে। মঙ্গলবার সকালেই সেটির ভারতে আসার কথা রয়েছে। গাজিয়াবাদের হিনডন বিমানবন্দরেই যাত্রীদের আপাতত কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর ইরানের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ইরান ও ভারতীয় মেডিক্যাল টিমকে ধন্যবাদ দিয়েছেন। ভারতীয়দের উদ্ধারের জন্য ধন্যবাদ দিয়েছেন ভারতীয় বায়ুসেনাকেও।

English summary
First batch of 58 Indian pilgrims being brought back from Iran due to Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X