For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসির কো-অর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর! তোলা হল নানা অভিযোগ

অসমে এনআরসির কোঅর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাগরিক তালিকা থেকেপ্রকৃত নাগরিকদের বাদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অসমে এনআরসির কোঅর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাগরিক তালিকা থেকে প্রকৃত নাগরিকদের বাদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

হাজেলার বিরুদ্ধে প্রথম এফআইআর

হাজেলার বিরুদ্ধে প্রথম এফআইআর

৩ সেপ্টেম্বর বিকেলে প্রথম অভিযোগটি দায়ের করা হয়েছে। গুয়াহাটির লাতাশীল থানায় অভিযোগটি দায়ের করে অহম গারিয়া মারিয়া যুব ছাত্র পরিষদ। ব্যয়বহুল প্রহসনের নথি তৈরির অভিযোগ আনা হয়েছে প্রতীক হাজেলার বিরুদ্ধে। যার ফলে নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন বহু নাগরিক। অসমিয়া মুসলিমদের দুটি
ভাগ হল গারিয়া ও মারিয়া। ইনস্পেক্টর উপেন কলিতা এফআইআর-এর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনের তরফ থেকে চূড়ান্ত এনআরসিকে প্রহসন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে সময় সম্পদের অপচয় হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। উদাহরণ দিয়ে বলা হয়েছে, পরিবারের তিন সদস্যের মধ্যে দুজনের নাম বাদ, সেনাবাহিনীর সদস্যদের নাম বাদ, একই লিগাসি ডেটা ব্যবহার করে এক ছেলের নাম অন্তর্ভুক্ত হলেও, অপরজনের
নাম বাদ পড়েছে। রাজ্যের আদি বাসিন্দাদের ক্ষেত্রে এটা হওয়া উচিত নয় বলে মন্তব্য করা হয়েছে।

হাজেলার বিরুদ্ধেই অভিযোগ, কেননা তাহলে সরকার পুরো বিষয়টি তদন্ত করে দেখবে, আশা সংগঠনটির।

 হাজেলার বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

হাজেলার বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের চন্দর মজুমদার ৪ সেপ্টেম্বর দ্বিতীয় এফআইআরটি দায়ের করেছেন হাজের বিরুদ্ধে। এটি দায়ের করা হয়েছে ডিব্রুগড় শহরে। তাঁর অভিযোগ পরিবারের
সদস্যদের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মজুমদার দাবি করেছেন তাঁর পরিবার ডিব্রুগড় শহরে রয়েছেন ১৯৪৭ সাল থেকে। ১৯৫১ সালের এনআরসিতে
তাঁর পরিবারের নাম ছিল বলেও দাবি করেছেন তিনি। এফআইআরের সঙ্গে সেই নথিও তিনি জুড়ে দিয়েছেন।

 তালিকায় অন্তর্ভুক্তদের তথ্য পুনরায় যাচাইয়ের দাবি

তালিকায় অন্তর্ভুক্তদের তথ্য পুনরায় যাচাইয়ের দাবি

নাগরিক তালিকায় অন্তর্ভুক্তদের তথ্য পুনরায় যাচাইয়ের দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্যে শাসক বিজেপির সহযোগী অহম গণ পরিষদ। তাদের দাবি চূড়ান্ত তালিকায় কমপক্ষে ৫০ লক্ষ বিদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে।

<strong>[আরও পড়ুন: সীমান্তে ২০০০ সেনা মজুত করেছে পাকিস্তান, নজরদারি বাড়াল ভারত]</strong>[আরও পড়ুন: সীমান্তে ২০০০ সেনা মজুত করেছে পাকিস্তান, নজরদারি বাড়াল ভারত]

[আরও পড়ুন: কাবুলে ন্যাটোর সদর দফতরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত ১০, জখম ৪২][আরও পড়ুন: কাবুলে ন্যাটোর সদর দফতরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত ১০, জখম ৪২]

English summary
FIRs have been lodged in Guwahati and Dibrugarh against Prateek Hajela, the Coordinator for Assam’s NRC for deliberately excluding “genuine Indian” citizens from the updated citizens’ list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X