For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্ব ইস্যুতে অনড়! কংগ্রেস-এনসিপির শরিক হয়েও দাবি সেনা প্রধান উদ্ধব ঠাকরের

Google Oneindia Bengali News

হিন্দুত্ববাদ নিয়ে এখনও অনড় রয়েছি, ভবিষ্যতেও থাকব। শিবসেনার মুখপত্র সামনাতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'আমার দল বা আমি কোনও দিনই দায়িত্ব থেকে পালাইনি। কাউকে কষ্ট না দিয়ে যা করার আমি তা করব।'

কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মেলানোর পর থেকে ওঠে প্রশ্ন

কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মেলানোর পর থেকে ওঠে প্রশ্ন

কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করার পর থেকেই প্রশ্ন উঠেছিল, তবে কি এবার থেকে ধর্ম নিরপেক্ষতার পথে হেঁটে রাজনীতি করবে শিবসেনা? যেই হিন্দুত্ববাদের রাজনীতি করে বাল ঠাকরে দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন তবে কি তা বিসর্জন দিলেন তাঁর ছেলে? এই প্রশ্ন আরও জোরালো হয় যখন অযোধ্যা যাওয়ার কথা বলেও শেষমেষ সেখানে যাওয়া অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করে দেন শিবসেনা প্রধান।

সিএএ নিয়েও শিবসেনার মনোভাব স্পষ্ট নয়

সিএএ নিয়েও শিবসেনার মনোভাব স্পষ্ট নয়

এদিকে সিএএ নিয়েও শিবসেনার মনোভাব স্পষ্ট নয়। সিএএ বিরোধিতার পথে হাঁটলে পাছে হিন্দুত্ব ট্যাগ খসে পড়ে তাই লোকসভায় সিএএ-র পক্ষেই ভোট দিয়েছিল শিবসেনা। তবে মহা আঘাড়ির শরিকদের চাপে পড়ে রাজ্যসভায় সিএএ নিয়ে ভোটাভুটি নিয়ে বিরত থাকে শিবসেনা। তবে এর পরবর্তী সময়ে বারবার সিএএ ও প্রস্তাবিত এনআরসি নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন শিবসেনা নেতারা।

মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সুর চড়ান সেনা

মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সুর চড়ান সেনা

নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই সেভাবে নিজের অবস্থান স্পষ্ট করেনি শিবসেনা। তবে দেশে যে মুসলিম অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় শিবসেনা। সেনার মুখপত্র সামনায় বলা হয়েছিল, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদের দেশ থেকে ছুড়ে ফেলা উচিত। এবিষয়ে কোনও সন্দেহ নেই।

হিন্দুত্ব ট্যাগ নিয়ে টানাটানি

হিন্দুত্ব ট্যাগ নিয়ে টানাটানি

এর আগে এমএনএস-এর প্রধান রাজ ঠাকরে এই বিষয়ে মুখ খুলে বিজেপিকে সাহায্য করার কথা জানিয়েছেলেন। মূলত শিবসেনার ফেলে আসা হিন্দুত্ব রাজনীতিকে আকড়ে সেই স্থান দখল করতে মুখিয়ে আছেন রাজ ঠাকরে। সেই অবস্থান ফিরে পেতে মরিয়া শিবসেনা তাই রাজ ঠাকরের সুরে সুর মেলায়। পাশাপাশি রাজ ঠাকরেকে কটাক্ষও করা হয়।

এমএনএস-কে আক্রমণ সেনার

এমএনএস-কে আক্রমণ সেনার

সামনাতে এই বিষয়ে লেখা হয়েছিল, একটি দলকে (এমএনএস) অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করা বিষয়টি সমর্থন করার জন্যে নিজের পতাকার রং বদল করতে হয়। এটা সত্যিই খুবই মজার। শিবসেনা কখনও তার পতাকা বদলাচ্ছে না। এটি সর্বদা একই থাকবে। শিবসেনা সর্বদা হিন্দুত্বের পক্ষে লড়াই করেছে।

উদ্ধব ঠাকরের বক্তব্য

উদ্ধব ঠাকরের বক্তব্য

এদিকে উদ্ধব ঠাকরের বক্তব্য, 'আমি কি অন্য কোনও ধর্মে ধর্মান্তরিত হয়েছি? কারও মনে এই ধারনা থাকা উচিত নয় যে তারাই হিন্দুত্বের বিষয়ে চূড়ান্ত শব্দ ব্যয় করতে পারে। সংবিধানে কি সেখানে লেখা হয়েছে যে তারা (বিজেপি) যা বলে হিন্দুত্ববাদ? তারা আমাদের আদর্শ সম্পর্কে কথা বলেন, তবে আমাকে জিজ্ঞাসা করতে দিন, কেন্দ্রে এনডিএ সরকারে কটি মতাদর্শ একত্রিত হয়েছে? আপনার আদর্শ কি নীতীশ কুমার এবং রাম বিলাস পাসওয়ানের সাথে মেলে? বিজেপির সাথে ক্ষমতায় থাকাকালীন মেহবুবা মুফতী, চন্দ্রবাবু নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি মিল ছিল?'

English summary
firm on hindutva said uddhav thackeray amid controversy regarding political standpoint
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X