For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে BSF-র মেসে চলল গুলি, ৫ জওয়ানের মৃত্যু , এক জনের অবস্থা আশঙ্কাজনক

পাঞ্জাবে BSF-র মেসে চলল গুলি, ৫ জওয়ানের মৃত্যু , এক জনের অবস্থা আশঙ্কাজনক

Google Oneindia Bengali News

পাঞ্জাবের অমৃতসরে বিএসএফের মেসে চলল গুলি। এক জওয়ান গুলি চালায় বলে খবর। শ্যুটার সহ ৫ জওয়ান মারা গিয়েছেন। বিএসএফের এক কনস্টেবল আচমকাই প্রকাশ্যে গুলি চালাতে শুরু করেছিল বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পাঞ্জাবে BSF-র মেসে চলল গুলি, ৫ জওয়ানের মৃত্যু , এক জনের অবস্থা আশঙ্কাজনক

পাঞ্জাবে বিধানসভা নির্বাচন শেষ হলেও ভোটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। আগামী ১০ তারিখ ভোটের ফলাফল প্রকাশিত হবে। তার আগে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএম গুলি। সেকারণে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীও সরানো হয়নি। বেশ কয়েক কোম্পানি জওয়ান রয়েছে পাঞ্জাবে। ভোটের পর তাঁদের সরানো হবে। এরই মধ্যে ঘটে গিয়েছে বড় অঘটন। অমৃতসরের খাসা গ্রামের কাছে বিএসএফের ক্যাম্পে সাত সকালে গুলি চালালেন এক কনস্টেবল। হঠাৎ করেই মেসের মধ্যে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন তিনি।

রবিবারের সকাল হওয়ায় সকলেই একটু হালকা মেজাজে ছিলেন মেনে। কনস্টেবলের গুলিতে ৪ জওয়ান মারা গিয়েছেন। যে জওয়ান গুলি চালিয়েছিলেন তিনিও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। মোট ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। এক গুলিবিদ্ধ জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও একাধিক জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত কনস্টেবলের নাম ক্যাপ্টেন সত্তেপা এসকে। বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে পুরো তথ্য। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ। কোন কারণে ওই কনস্টেবল গুলি চালালেন তা জানার চেষ্টা চলছে। এর আগেও বিএসএফের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। অনেকে আত্মঘাতীও হয়েছেন। কেন বারবার বিএসএফের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

English summary
Punjab mess firing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X