For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদাউ আগুন ইঞ্জিনে, সাদা ধোঁয়া উড়িয়ে যাত্রী নিয়ে ছুটছে ‘হিমালয়ান কুইন’

যাত্রী নিয়ে ছুটছে ট্রেন, আচমকাই দাউদাউ আগুন লেগে গেল ইঞ্জিনে। সাদা ধোঁয়া ছেড়ে ছুটে চলা ট্রেন থামিয়ে অবশ্য যাত্রীদের বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করলেন চালক।

Google Oneindia Bengali News

যাত্রী নিয়ে ছুটছে ট্রেন, আচমকাই দাউদাউ আগুন লেগে গেল ইঞ্জিনে। সাদা ধোঁয়া ছেড়ে ছুটে চলা ট্রেন থামিয়ে অবশ্য যাত্রীদের বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করলেন চালক। মঙ্গলবার হিমাচল প্রদেশের কালকা-শিমলা শাখায় সোলানে 'হিমালয়ান কুইন' ট্রেনে ভয়াবহ আগুন লাগে। কুমারহাটি-ধরমপুরের হেরিটেজ সেকশনে টয়ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দাউ দাউ জ্বলছে ইঞ্জিন, যাত্রী নিয়ে ছুটছে ‘হিমালয়ান কুইন’

সুত্রের খবর, টয়ট্রেনের (নম্বর-৫২৪৫৫) সাতটি কামরায় দুই শতাধিক যাত্রী ছিল। ইঞ্জিনে আগুন লাগতেই ধোঁয়ায়ে ঢেকে যায় পুরো ট্রেন। গলগল করে ধোঁয়া ছড়িয়ে ছুটতে থাকে ট্রেন। তখন উপস্থিত বুদ্ধির প্রয়োগে আগুন নিভিয়ে দেন চালকই। ট্রেনের চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন।

তারপর ইঞ্জিন পরিবর্তন করে ফের যাত্রা শুরু করে 'হিমালয়ান কুইন'। কালকা থেকে ছেড়ে শিমলার উদ্দেশ্যে যাচ্ছিল টয়ট্রেনটি। যাত্রীদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। সেই আতঙ্ক দূর করে সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

রেলের তরফে নিরাপদে উদ্ধারকার্যের পর যাত্রীদের আশ্বস্ত করা হয়। আগুন লেগে যাওয়া ইঞ্জিন পরিবর্তন করে নতুন ইঞ্জিন জোড়া হয় সাত কামরাবিশিষ্ট টয়ট্রেনের সঙ্গে। নতুন ইঞ্জিন লাগানোর পর যাত্রীদের নিয়ে যাওয়া হয় শিমলার উদ্দেশ্যে।

English summary
Fire broke out in the engine of train ‘Himalayan Queen’ in Himachal Pradesh. There were around 200 passengers in 7 coaches. Fire was doused by the driver.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X