For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোর অফিসে আগুন! সম্পূর্ণ ভস্মীভূত তাদের এই ক্যাম্পাস

বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদে ইসরোর স্পেস অ্যাপস সেন্টারের মেশিনারি বিভাগের ৩৭ নম্বর বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণ শর্ট সার্কিট।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

ইসরোর আহামেদাবাদের অফিসে আগুন! বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদের স্পেস অ্যাপস সেন্টারের মেশিনারি বিভাগের ৩৭ নম্বর বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে এক কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) গার্ড আগুনে আহত হন বলে জানিয়েছে, সংবাদ সংস্থা এএনআই। দমকলের এক কর্মকর্তার অবশ্য দাবি, ঘটনায় কেউ আহত হয়নি।

 ইসরোর অফিসে আগুন! সম্পূর্ণ ভস্মীভূত তাদের এই ক্যাম্পাস

[আরও পড়ুন:ঝড়ের দাপট! ৯৭ জনের প্রাণ গেল এই তিন রাজ্যে, আহত আরও কয়েকশ' ][আরও পড়ুন:ঝড়ের দাপট! ৯৭ জনের প্রাণ গেল এই তিন রাজ্যে, আহত আরও কয়েকশ' ]

আহমেদাবাদের অম্বাওয়াড়ি ভিস্তার অঞ্চলে অবস্থিত ইসরোর ওই অফিসটি । স্পেস অ্যাপস সেন্টার (এসএসি) ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এর অন্যতম প্রধান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। দুটি ক্যাম্পাস জুড়ে এর কর্মকান্ড ছড়িয়ে আছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর মেশিনের তেল, যন্ত্রপাতির মতো দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে জ্বলে ওঠে আগুন।

আগুন লাগার খবর পেয়ে কমপক্ষে ২৫ টি দমকলের গাড়ি এবং ১০ টি অ্যাম্বুলেন্স ওই অফিসে পৌঁছায়। ঘটনাস্থলে যান আহমেদাবাদের কালেক্টর বিক্রম পান্ডেও। তিনি বলেন, গবেষণা কেন্দ্রটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে সেসময় গবেষণাগারে কেউ ছিলেন না।'

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর অ্যাডিশনাল চিফ ফায়ার অফিসার রাজেশ ভাটসহ দমকলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অপারেশনটির তত্তাবধান করছেন। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো কিছু সময় লাগবে বলেই তাদের মত।

রাজেশ ভাট বলেন,'আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো দু'ঘণ্টা তো লাগবেই। থার্মোকলের শীটগুলো এখনও জ্বলছে, সেগুলো থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। যার জন্য কিছুটা অসুবিধঘায় পড়েছেন আমাদের কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণেই আছে এবং কেউ আহত হয়নি'।

ঘটনাস্থলে আছেন জেলা প্রশাসক বিক্রম পান্ডেও। তিনি জানান, ওই ক্যাম্পাসের আগুন যাতে আশপাশের অন্যান্য ভবনগুলিতে ছড়িয়ে না পড়ে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমাদের সবক'টি দলই ঘটনাস্থলে রয়েছে। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা হবে। অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলে মনে করছে ইসরো।

[আরও পড়ুন:ভারতের মহানগরগুলির যে তালিকায় মুম্বই-বেঙ্গালুরুর চেয়ে এগিয়ে কলকাতা ][আরও পড়ুন:ভারতের মহানগরগুলির যে তালিকায় মুম্বই-বেঙ্গালুরুর চেয়ে এগিয়ে কলকাতা ]

English summary
Thursday afternoon a major fire broke out at Isro's Space App Center's machinery department's in Ahmedabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X