For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আগুন মুম্বইয়ের বহুতলে! মৃত ৪, ল্যাডারে উদ্ধার ১৫ জনকে

মধ্য মুম্বইয়ের আবাসিক বহুতলে আগুন। সকালে পারেল এলাকার ক্রিস্টাল টাওয়ারে আগুন লাগায় আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। পরে তাঁদের দমকলের ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়।

  • |
Google Oneindia Bengali News

মধ্য মুম্বইয়ের আবাসিক বহুতলে আগুন। সকালে পারেল এলাকার ক্রিস্টাল টাওয়ারে আগুন লাগায় আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। পরে তাঁদের দমকলের ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

 ফের আগুন মুম্বইয়ের বহুতলে! ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন

হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।

মধ্য মুম্বইয়ের ক্রিস্টাল টাওয়ার থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে দেখা যায়। হিন্দমাতা সিনেমার কাছেই অবস্থিত এই বহুতল। সেখানে লাগা আগুনকে লেভেল টু-র পর্যায়ে ফেলা হয়েছে দমকলের তরফে। পরে তা লেভেল থ্রি-এর পর্যায়ের অন্তর্ভুক্ত বলে জানানো হয়।

[আরও পড়ুন:ইদের দিন ধুন্ধুমার পরিস্থিতি কাশ্মীরে, পাক-আইএস পতাকা নিয়ে রাস্তায় বিক্ষোভকারীরা][আরও পড়ুন:ইদের দিন ধুন্ধুমার পরিস্থিতি কাশ্মীরে, পাক-আইএস পতাকা নিয়ে রাস্তায় বিক্ষোভকারীরা]

বহুতলের একেবারে ওপরের তলায় আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। দমকলের ক্রেনের সাহায্যে তাঁদেরকে উদ্ধার করা হয়। তবে ঠিক কতজন বহুতলে আটকে পড়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

[আরও পড়ুন:বিজেপি বিরোধী কর্মসূচি! ফের দিল্লি যাচ্ছেন মমতা][আরও পড়ুন:বিজেপি বিরোধী কর্মসূচি! ফের দিল্লি যাচ্ছেন মমতা]

দমকলে সূত্রে জানা গিয়েছে, সকাল ৮.৩২ নাগাদ আগুন লাগার খবর পেয়েছিলেন তাঁরা। পরে একে একে ঘটনাস্থলে যায় দমকলের ২০ টি ইঞ্জিন।

গতবছরের ডিসেম্বরে মধ্য মুম্বইয়ের কমলা মিলসে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

[আরও পড়ুন:কুপওয়ারায় ফের জঙ্গি হামলা! পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর][আরও পড়ুন:কুপওয়ারায় ফের জঙ্গি হামলা! পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর]

English summary
Fire breaks out At Apartments In Mumbai's Parel, Some Trapped In Top Floor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X