For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পালঘর নিয়ে সামাজিক বিভেদ তৈরির চেষ্টা, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর! পাল্টা হামলার অভিযোগ

সামাজিক বিভেদ তৈরির অভিযোগে রিপাবলিক টিভি চ্যানেলের সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর। নাগপুরে এই এফআইআর দায়ের করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সামাজিক বিভেদ তৈরির অভিযোগে রিপাবলিক টিভি চ্যানেলের সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর। নাগপুরে এই এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পালঘর গণপিটুনিতে যুক্ত। অন্যদিকে স্টুডিও থেকে বাড়ি ফেরার সময় সস্ত্রীক অর্ণব গোস্বামীর ওপর হামলার চেষ্টা হয় বলে পাল্টা অভিযোগ উঠেছে। এই হামলায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পালঘর নিয়ে সামাজিক বিভেদ তৈরির চেষ্টা, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর! পাল্টা হামলার অভিযোগ

১৬ এপ্রিল সিলভাসা যাওয়ার পথে দুই সাধু-সহ মুম্বইয়ের তিন বাসিন্দাকে পালঘরের গাদাচিনচালে গ্রামে গণপিটুনি দেওয়া হয়। স্থানীয়ভাবে তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়েছিল। নাগপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, তারা সদর থানায় এফআইআর করার খবর পয়েছেন। ডিসিপি ভিনীতা সাহু বলেছেন, ভারতীয় দণ্ডবিধির ১১৭, ১২০, ১৫৩, ১৫৩বি, ২৯৫এ, ৫০০, ৫০৪, ৫০৬ ধারায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অপর একটি এফআইআর দায়ের করা হয়েছে ছত্তিশগড়ের রায়পুরে।

মহারাষ্ট্র কংগ্রেসের তরফে অর্ণব গোস্বামীর সমালোচনা করে বলা হয়েছে, এই হ্ত্যাকাণ্ডকে দুর্ভাগ্যবশত সাম্প্রদায়িক হিসেবে দেখানো হয়েছে। যদিও তা এখনও প্রমাণিত হয়নি। এমন একটা পরিস্থিতিতে তা করা হয়েছে, যখন দেশ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। এছাড়াই টিভির লাইভ শোতে তিনি সনিয়া গান্ধীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যও করেছেন।

এদিকে অর্ণব গোস্বামীর ওপর হামলার অভিযোগও উঠেছে। বিজেপির তরফ থেকে এই হামলার চেষ্টার নিন্দা করা হয়েছে। স্ত্রীর সঙ্গে স্টুডিও থেকে ফেরার সময় এই হামলা হয় বলে জানা গিয়েছে।

English summary
FIR has been registered in Nagpur against editor Arnab Goswami for promoting social disharmony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X