For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফ্রি কাশ্মীর' দাবি তুলে পোস্টার কাণ্ডের পর মহিলার বিরুদ্ধে পুলিশের কোন পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

মেহেক মির্জা প্রভু। এই নাম এখন মুম্বই জুড়ে আলোচনার কেন্দ্রে। সোমবার রাতে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে একটি বিক্ষোভ মিছিলে সামিল ছিলেন মেহেক। আর তাঁর হাতে ছিল 'ফ্রি কাশ্মীর' লেখা একটি পোস্টার। আর সেই পোস্টার জুড়ে বিতর্ক শুরু হয়।

ফ্রি কাশ্মীর দাবি তুলে পোস্টার কাণ্ডের পর মহিলার বিরুদ্ধে পুলিশের কোন পদক্ষেপ

এদিন গোটা দিন জুড়ে মুম্বই পুলিশ হন্যে হয়ে খুঁজেছে মহেক মির্জাকে। ততক্ষণে মেহেক নিজের অবস্থান স্পষ্ট করেছেন ওই পোস্টার তোলার সপক্ষে। তিনি জানান, কাশ্মীরবাসীর শুধু বন্দি দশার মুক্তি চেয়েছেন তিনি। আর সেই বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এরপর মুম্বই পুলিশের তরফে মেহেক মির্জার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

মুম্বই পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় মেহেক মির্জা প্রভুর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। মুম্বই পুলিশ চেষ্টা করে চলেছে মেহেকের সঙ্গে কথা বলবার। পুলিশের তরফে স্পষ্ট করে বলা হয়েছে যে, যদি দরকার পড়ে তাহলে মেহেকের বয়ান রেকর্ড করা হবে। প্রসঙ্গত, রবিবার জেএনইউ চত্বরে পড়ুয়া ও অধ্যাপিকাদের এপর হামলার ঘটনার প্রতিবাদে মুম্বইতে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। আর সেখানেই মেহেক এমন পোস্টার তুলে ধরেন।

English summary
FIR filed against Mumbai woman for holding Free Kashmir poster.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X