For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীকে কুরুচিকর মন্তব্য করায় এফআইআর রামদেবের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

রাহুল গান্ধীকে কুরুচিকর মন্তব্য করায় এফআইআর রামদেবের বিরুদ্ধে
নয়াদিল্লি, ২৬ এপ্রিল: রাহুল গান্ধীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শনিবার যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। বিতর্ক উস্কে দিয়ে যোগগুরু শুক্রবার বলেন, রাহুল গান্ধী গরিব, দলিতদের ঘরে 'হানিমুন' ও পিকনিক করতে যান বলেও ব্যঙ্গ করেছেন রামদেব।

এর পরেই বাবা রামদেবের কুরুচিকর মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস নেতৃত্ব। যদিও অবস্থা বেগতিক দেখে পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে রামদেব বলেন, তাঁর মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদি তাঁর মন্তব্য দলিত সম্প্রদায়কে আঘাত করে থাকে তাহলে তিনি তার মন্তব্য ফিরিয়ে নিতেও প্রস্তুত রয়েছেন। কিন্তু যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

অভিযোগ পেয়ে কমিশনের তরফে জানানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী শনিবারই রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়েরে সচেষ্ট হয় কমিশন।

রাহুল গান্ধী গরিব, দলিতদের ঘরে 'হানিমুন' ও পিকনিক করতে যান : রামদেব

শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে রামদেব বলেন, আমার বা নরেন্দ্র মোদীর মতো রাহুল গান্ধীর একা থাকার বাধ্যবাধকতা নেই। ওরও ভাগ্য খারাপ। ওর মা সোনিয়া গান্ধী বলে দিয়েছেন বিদেশি মেয়ে ঘরে আনলে তুমি প্রধানমন্ত্রী হতে পারবে না 'মুন্না'। আর এই ছেলে আবার ভারতীয় মেয়েকে বউ করে আনতেও চায়না। মা চায় আগে ছেলে প্রধানমন্ত্রী হোক. তারপর বিদেশিনীকে বিয়ে করে ঘরে তুলুক। তাই দলিতদের ঘরে কখনও সখনও পিকনিক, হানিমুন করতে যান রাহুল।"

এই প্রথম নয় এর আগেও রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকে কড়া আক্রমণ করেছেন রামদেবে। কিন্তু কখনও তা এমন নিম্নপর্যায়ের ছিল না। এবার সরাসরি রাহুলের চরিত্রে আঘাত করেন রামদেব। যদিও এর পরেই রামদেব জানিয়ে দিয়েছেন, রাহুলের প্রধানমন্ত্রী এবার হওয়া হবে না। আগামী ৩০ এপ্রিল তিনি আমেঠীতে গিয়ে লোকসভা নির্বাচনে জয়ের যোগ্য রাহুল নন বলে প্রচার করবেন তিনি। এইবার বিজেপির স্মৃতি ইরানিই জিতবে। কুমার বিশ্বাস আমেঠীতে রাহুলের বিরোধিতার বীজ বপন করেছেন, তার ফলে লাভ হবে স্মৃতিরই।

নিজের যোগ শিবিরে বিজেপির হয়ে রামদেব প্রচার চালাচ্ছেন বলে কংগ্রেস যে অভিযোগ তুলেছিল তার প্রেক্ষিতে রামদেব জানিয়েছেন, যোগ শিবির অরাজনৈতিক। সেখানে আমরা কোনও দলের জন্য কোনও ওবেদন জানাইনি। কিন্তু গণমাধ্যমের মধ্য দিয়ে আমার দৃষ্টিভঙ্গি জানানো আমার সাংবিধানিক অধিকার। তা নিয়ে কারোর কিছু বলার থাকতে পারে না।

English summary
FIR filed against Baba Ramdev for vulgar comments against Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X