For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আত্মহত্যায় আপ সমর্থকদের বিরুদ্ধে এফআইআর, আপের তদন্ত সহযোগিতায় 'না' পুলিশের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ এপ্রিল : দিল্লি পুলিশ ও আম আদমি পার্টির সরকারের মধ্যে তরজা ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং আপের সভা চলাকালীন আত্মহত্যা করেন।

<strong>কৃষকের আত্মহত্যার ঘটনায় আপের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি বিরোধীদের</strong>কৃষকের আত্মহত্যার ঘটনায় আপের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি বিরোধীদের

এই ঘটনায় আপ সমর্থকদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, আপ সমর্থকেরা গজেন্দ্র সিংকে গাছে উঠতে বা আত্মহত্যা করতে কোনও বাধা দেননি। অন্যদিকে দিল্লি পুলিশ ওই কৃষককে বাঁচানোর চেষ্টা করেছিল বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

কৃষক আত্মহত্যায় আপ সমর্থকদের বিরুদ্ধে এফআইআর, সরকারি তদন্তের সহযোগিতায় 'না' পুলিশের


এদিন দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসী বিতর্ক উসকে জানান, আইন অনুযায়ী তাঁর পুলিশ আপ সরকারের বিচারবিভাগীয় তদন্তেও কোনওরকম সহযোগিতা করবে না। কোনওরকম আইনবিরুদ্ধ কাজে দিল্লির পুলিশ নিজেদের জড়াবে না বলেই মন্তব্য করেন তিনি। কারণ, দিল্লির পুলিশ সেখানকার সরকারের নিয়ন্ত্রণে নয়, কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে ফলে আলাদা করে কোনও তদন্তে পুলিশ আগ্রহী নয় বলে স্পষ্ট করে দিয়েছেন সেখানকার পুলিশ কমিশনার।

এমনিতে গতকাল থেকেই এই ঘটনায় দিল্লি পুলিশকে তুলোধোনা করছে আপ। গতকালই দিল্লি পুলিশকে তোপ দাগেন আপ নেতারা। বলেন, পুলিশ কার্যত ইচ্ছে করেই ওই কৃষককে বাঁচানোর তাগিদ অনুভব করেননি। আপ সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে জানান আপ নেতৃত্ব। এমনকী কেন্দ্রের মোদী সরকারের জমি বিল নিয়েও কঠোর সমালোচনা করতে শোনা যায় কুমার বিশ্বাস, মনীশ সিসোডিয়াদের।

অন্যদিকে আপের বিরুদ্ধেও ওই কৃষককে না বাঁচিয়ে সভা চালিয়ে যাওয়ার অভিযোগে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের।

প্রসঙ্গত, রাজস্থানের কৃষক গজেন্দ্র সিংয়ের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আম আদমি পার্টির সরকার।

English summary
FIR filed against AAP workers, Delhi Police say 'No' to AAP govt's probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X