For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পজিটিভ! সমর্থকদের দেখে হাত নায়কের মতো হাসপাতালে গেলেন পুরপিতা

করোনা পজিটিভ! সমর্থকদের দেখে হাত নায়কের মতো হাসপাতালে গেলেন পুরপিতা

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের পরেও ভক্তদের সঙ্গে ঘুরে বেরিেয়ছেন তিনি। রাজকীয় কায়দায় ভক্তদের হাত নেড়ে বিদায় জানিয়ে অ্যাম্বুলেন্সে চাপলেন পুরপিতা। করোনা সংক্রমণের পরেও সামাজিক দূরত্ব বিধি না মানার অভিযোগে এফআইআর করা হল বেঙ্গালুরু পদরায়ানপুরার পুরপিতা ইমরান পাশার বিরুদ্ধে।

করোনা সংক্রামিত পুরপিতা

করোনা সংক্রামিত পুরপিতা

করোনা সংক্রামিত হয়েছেন জেনেও এলাকার বাসিন্দাদের মধ্যে ঘুরে বেরিয়েছেন বেঙ্গালুরুর পদরায়ানপুরার পুরপিতা ইমরান পাশা। অ্যাম্বুলেন্সে ওঠার আগে পর্যন্ত ভক্তরা তাঁকে ঘিরে ছিল। হাত নেড়ে ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি।

পুরপিতার বিরুদ্ধে এফআইআর

পুরপিতার বিরুদ্ধে এফআইআর

সংক্রামিত ব্যাধিতে আক্রান্ত হয়েছেন জেনেও সাধারণের মধ্যে ঘুরে বেড়ানো অভিযোগে পুরপিতার ইমরান পাশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিস। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা। পুরপিতার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বেঙ্গালুরুতে বাড়ছে করোনা সংক্রমণ

বেঙ্গালুরুতে বাড়ছে করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ বাড়ছে বেঙ্গালুরুতে। একাধিক জিনিসে ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে শপিং মলও। বেঙ্গালুরুর কন্টেইনমেন্ট জোনের মধ্যে পড়ে পদরায়ানপুরা। লকডাউন বহাল রাখার কারণে রবিবার পুলিসের উপর হামলা চালায় এলাকার বাসিন্দারা । এই ঘটনায় ৫৭ জনকে গ্রেফতার করেছিল পুলিস। তাঁদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

করোনা সংক্রমণ কর্নাটকে

করোনা সংক্রমণ কর্নাটকে

করোনা সংক্রমণের কারণে কর্নাটকে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পাঁচ জেলার বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্নাটক সরকার। সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাঁচ রাজ্যের বিমান ওঠানামাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

অন্তত ৪০ হাজার করোনা রিপোর্ট প্রকাশ করা হয়নি! সরকারের বিরুদ্ধে ফের তথ্য বিকৃতির অভিযোগ রাজ্যপালেরঅন্তত ৪০ হাজার করোনা রিপোর্ট প্রকাশ করা হয়নি! সরকারের বিরুদ্ধে ফের তথ্য বিকৃতির অভিযোগ রাজ্যপালের

English summary
FIR aginst Bengaluru Corporator for violeting social distancing norms after infected coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X