For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০ :‌ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তৈরি বাজেটের প্রধান পাঁচ কারিগর কে কে জানেন?

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের প্রধান পাঁচ কারিগর কে কে জানেন ?

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর দ্বিতীয় বাজেট পেশ করবেন আগামী শনিবার, ১লা ফেব্রুয়ারি। গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন ২০২৪-র মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষে কোটি ডলারে উন্নীত হবে। এদিকে জিডিপির পারাপতন থেকে বেকারত্ব তীব্র আর্থিক মন্দায় জেরবার গোটা দেশ। এর মধ্যেই নতুন বাজেটের দিকে চেয়ে বসে আছে সাধারণ মানুষ।

নির্মলা সীতারমনের বাজেটের নেপথ্যে আছেন আরও ৫ জন ব্যক্তি, এক নজরে দেখে নেওয়া যাক।

রাজীব কুমার, অর্থমন্ত্রকের প্রধান

রাজীব কুমার, অর্থমন্ত্রকের প্রধান

অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিক রাজীব কুমার, রাজ্য পরিচালিত ব্যাঙ্কগুলিকে একীভূত করার পাশাপাশি ব্যাংক সংস্কারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আশা করা যায়, তিনি ব্যাঙ্কিং পরিষেবাকে সংকট মুক্ত করে তোলার পাশাপাশি অর্থনীতিতে ঋণ বৃদ্ধির বিষয়টিকেও নজরে রাখবেন।

অতনু চক্রবর্তী, সরকারি সম্পদ বিক্রয় বিশেষজ্ঞ

অতনু চক্রবর্তী, সরকারি সম্পদ বিক্রয় বিশেষজ্ঞ

ভারতের প্রথম বিদেশী সার্বভৌম বন্ড বিক্রি পরিকল্পনাকে সফল করেন, দেশের অর্থনৈতিক সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখেন। তার পরামর্শ বাজেটের ঘাটতি ও অর্থনৈতিক সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখতে পারে বলে জানা যাচ্ছে।

টি.ভি সোমনাথন, ব্যয় সচিব

টি.ভি সোমনাথন, ব্যয় সচিব

পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে, মোদী কেন্দ্রীয় বাজেটে কি কি চান সেই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন সোমনাথন।

অজয় ভূষণ পাণ্ডে, রাজস্ব সম্পাদক

অজয় ভূষণ পাণ্ডে, রাজস্ব সম্পাদক

এই তীব্র অর্থনৈতিক মন্দার মাঝেও পাণ্ডের উপর দায়িত্ব ছিল কর আদায়ের। গত বছর ২০ বিলিয়ন ডলারের কর্পোরেট ট্যাক্স কমানোর পরেও বিনিয়োগের ক্ষেত্রে ফল পাওয়া যায়নি,এই অভিজ্ঞতা থেকে তিনি প্রত্যক্ষ ট্যাক্স কোডের কিছু প্রস্তাব গ্রহণে প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে।

তুহিন কান্ত পাণ্ডে

তুহিন কান্ত পাণ্ডে

এয়ার ইন্ডিয়া বিক্রয়ের প্রধান কাণ্ডারি তুহিন কান্ত পাণ্ডে, এছাড়াও সরকারি আয় বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখেন তুহিন পাণ্ডে। আগামী বাজেটের পরিকল্পনায় তাই এনার সহায়তাও নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কেন্দ্রীয় বাজেট ২০২০:‌ বাজেট নিয়ে ১০টি অজানা তথ্যের খোঁজকেন্দ্রীয় বাজেট ২০২০:‌ বাজেট নিয়ে ১০টি অজানা তথ্যের খোঁজ

English summary
find out who is on the back side with nirmala sitharaman in upcoming budjet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X