ইয়েস ব্যাঙ্ক ইস্যুতে আরবিআইয়ের গভর্নর কী বললেন জেনে নিন
ইতিমধ্যেই ইয়েস ব্যঙ্ক থেকে ৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না জানিয়েছে কেন্দ্র সরকার। আগামী ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকরী থাকবে বলে জানা যাচ্ছে।

এই সংকটের মধ্যেই এবার শুক্রবার আরবিআই-র তরফে শক্তিকান্ত দাস বলেন যে ইয়েস ব্যাংক সম্পর্কে সিদ্ধান্ত খুব দ্রুতগতিতেই নেওয়া হবে। আগামী রেজোলিউশনের জন্য ৩০ দিনের একটা সময় সীমাও বরাদ্দ করা হয়েছে।
"বৃহত্তর" পর্যায়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তটি নেওয়া হবে জানান আরবিআইয়ের গভর্নর। তিনি আরও বলেন, আর্থিক ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্তমানে আরবিআইয়ের অনুমতি ছাড়া তোলা যাবে না বেশি টাকা। লিখিত অনুমতি ছাড়া তোলা যাবে না ৫০ হাজারের বেশি অর্থ। অন্যদিকে চিকিৎসা, বিদেশে পড়তে যাওয়া-সহ কিছু ক্ষেত্রে ছাড় থাকছে বলেও জানা গেছে।
তিনদিক দিয়ে বিপদের সম্মুখীন ভারত! অন্ধকার সময়ের আশঙ্কাবাণী মনমোহন সিংয়ের গলায়