For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজোড়া আতঙ্কের মধ্যে প্লাজামার থেরাপির চাহিদাও আকাশছোঁয়া, জেনে নিন রাজ্যভিত্তিক হেল্পলাইন নম্বর

দেশজোড়া আতঙ্কের মধ্যে প্লাজামার থেরাপির চাহিদাও আকাশছোঁয়া, জেনে নিন রাজ্যভিত্তিক হেল্পলাইন নম্বর

  • |
Google Oneindia Bengali News

কিছুতেই কমছে না আতঙ্ক। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৫৯ হাজার মানুষ। এদিকে টিকাকরণে গতি আনার পাশাপাশি প্লাজামা থেরাপির উপরেও জোর দিচ্ছে কেন্দ্র। এমনকী করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের প্লাজমার চাহিদাও বর্তমানে আকাশছোঁয়া। এমনকী অনেক হাসপাতালে ঘাটতিও শুরু হয়েছে বলে খবর।

প্লাজমার চাহিদা আকাশছোঁয়া

প্লাজমার চাহিদা আকাশছোঁয়া

এদিকে প্লাজমা হল সাধারণত রক্তের জলীয় উপাদান। বাংলায় যাকে বলা হয় 'রক্তরস'। সহজ করে বললে যাদের করোনা হয়েছিল এবং সুস্থ হয়ে উঠেছেন, তাদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয় বা রক্তে প্রোটিন জাতীয় পদার্থ তৈরি হয়, যা ওই ভাইরাস প্রতিরোধের ক্ষমতা রাখে। অনের গবেষকই মনে করেন এই পদ্ধতিতে করোনাকে হারানো সম্ভব। প্লাজমা পদ্ধতির অর্থ হলো, ওই ব্যক্তিদের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে করোনা আক্রান্তের শরীরে দেওয়া। যাতে রোগীর শরীরেও অ্যান্টিবডি তৈরি হয়।

 চালু হয়েছে হেল্পলাইন নম্বর

চালু হয়েছে হেল্পলাইন নম্বর

দেশজুড়ে প্লাজমার ব্যাপক চাহিদার মধ্যেই প্লাজমা প্রদানকারীদের সুবিধার্থে রাজ্যে রাজ্যে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বরও। এমনকী covidplasma.online পোর্টালে গিয়েও এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া সম্ভব বলে জানা যাচ্ছে। এছড়াও গোট দেশব্যাপী প্লাজমা থেরাপি সংক্রান্ত তথ্য পেতে https://dhoondh.com , http://plasmadonor.in/ , http://needplasma.in/ , https://plasmaline.in/ , http://friends2support.org/ পোর্টারগুলিরও সাহায্য নেওয়া যেতে পারে।

 মাঠে নেমেছে নয়ডা পুলিশ

মাঠে নেমেছে নয়ডা পুলিশ

অন্যদিকে প্লাজমা ডোনার ও গ্রহীতাদের সুবিধার্থে রাজ্যভিত্তি পোর্টাল ও হেল্প লাইন নম্বরও প্রদান করা হ্চ্ছে। সেই সঙ্গে ইচ্ছুক ব্যক্তিদের নাম-ধাম জানতে দেওয়া হচ্ছে ফর্মও। সম্প্রতি নয়ডা পুলিশ কমিশনারের তরফে একটি হেল্পলাইন নম্বর সামনে আনা হয়। 8851066433 এই নম্বরে ফোন করলেই এই সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়া সম্ভব বলেও জানানো হয়।

 পুণে ও দিল্লির জন্য রয়েছে বিশেষ সুবিধা

পুণে ও দিল্লির জন্য রয়েছে বিশেষ সুবিধা

অন্যদিকে পুনেতে প্লাজমা ডোনেশনের জন্য বন্দেমাতরম প্লাজমা ডোনেশন সেন্টারের 8329767084 / 9168999958 নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে মুশকিল আসান। এছাড়াও https://puneplasma.in/ , https://covidpune.com/plasma পোর্টাল গুলিতে গেলেও মিলবে সুবিধা। অন্যদিকে দিল্লিতে 8800007722 নম্বরে হোয়াটঅ্যাপ করলেও মিলবে সুবিধা। এছড়া প্লাজমা ডোনেশনের জন্য থাকছে https://www.ilbs.in/plasma/donar_details.php । প্লাজমা গ্রহণের জন্য রয়েছে https://www.ilbs.in/plasma/patient.php

 হায়দরাবাদ, উত্তরপ্রদেশ ও অসম

হায়দরাবাদ, উত্তরপ্রদেশ ও অসম

অন্যদিকে হায়দরাবাদে 9490616555 নম্বরে ফোন করলেই মিলবে সুবিধা। এছড়াও রয়েছে হায়দরাবাদ পুলিশের 9490617440 নম্বরটি। এছাড়া Donateplasma.scsc.in গিয়েও আবেদন করা যেতে পারে। বেঙ্গালুরুতে 8526723404, 7447118949 নম্বরে, অসমে ১০৪, উত্তরপ্রদেশে 9415761773 নম্বরে ফোন করলে মিলবে সুবিধা।

পাঞ্জাব ও তেলেঙ্গানায় প্লাজমা পেতে পারেন কী ভাবে

পাঞ্জাব ও তেলেঙ্গানায় প্লাজমা পেতে পারেন কী ভাবে

অন্যদিকে পাঞ্জাবে পাতিয়ালা মেডিকেল কলেজ ও হাসপাতাল, অমৃতসরে মিলছে এই সুবিধা। কাশ্মীরে https://plasmakashmir.com/ সাইটের পাশাপাশি 91-84940 23439, 96226 67471, 70063 49312 গেলে মিলবে সুবিধা। তেলেঙ্গানার জন্য যেতে হবে https://telanganaplasmadonors.com/ সাইটে। এছাড়াও ফোন করা যেতে পারে +91-9490617440, 9490616780 নম্বরে।

English summary
Find out the plasma therapy helpline number
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X