For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই এটিএম থেকে ৪৮ লক্ষ টাকা চুরি, অভিনব চুরির ছক কীভাবে ঘটালো চোরেরা জেনে নিন

চেন্নাই এটিএম থেকে ৪৮ লক্ষ টাকা চুরি

Google Oneindia Bengali News

দেশের সবচেয়ে বৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (‌এসবিআই)‌–এর ডিপোজিট মেশিন থেকে ৪৮ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনা কোনও বলিউড সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম রোম্যাঞ্চকর নয়। তামিলনাড়ুর একাধিক এসবিআইয়ের ডিপোজিট মেশিন থেকে নগদ টাকা চুরি হওয়ার ঘটনায় পুলিশ হরিয়ানা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

হরিয়ানা থেকে ধৃত ১

হরিয়ানা থেকে ধৃত ১

এ ধরনের ডাকাতি প্রথমবার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হরিয়ানা থেকে ধৃত ওই ব্যক্তির কাছে ৪.‌৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। পুলিশের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুতে ১৫-১৮ জুনের মধ্যে এসবিআই এটিএমে এ ধরনের ১৪টি ঘটনা ঘটেছে এবং এই এটিএম অপরাধের পেছনে পুলিশ মনে করছে পাঁচজনের বেশি একটি চক্র কাজ করছে।

 উত্তর ভারতের সঙ্গে যোগ রয়েছে অপরাধীদের

উত্তর ভারতের সঙ্গে যোগ রয়েছে অপরাধীদের

এই ঘটনার তদন্তে থাকা স্পেশাল টিম জানিয়েছে, '‌এই ঘটনার সঙ্গে যুক্ত কিছুজন অভিযুক্তরা এসেছে উত্তর ভারতের রাজ্য থেকে এবং এখানে এসে এই অপরাধ ঘটিয়েছে।'‌ তদন্তকারী অফিসারদের প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে প্রায় ৪৫ লক্ষ টাকা পাচার করে দেওয়া হয়েছে। হরিয়ানা রাজ্য পুলিশের মদতে স্পেশাল টিম গ্রেফতার করেছে আমির আর্শ বল্লভগড় নামে এক ব্যক্তিকে। পুলিশের চাপের মুখে অভিযুক্ত এই অপরাধের কথা স্বীকার করেছে এবং এই অপরাধ কীভাবে সংঘটিত হয়েছে তাও জানিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, '‌পাঁচজনের বেশি চক্র শহরজুড়ে এই অপরাধ করে চলেছে। সাড়ে চার লক্ষ টাকা অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে। স্পেশাল টিম ফরিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য।'‌

কীভাবে ঘটল গোটা ঘটনাটি

কীভাবে ঘটল গোটা ঘটনাটি

অটোমেটেড ক্যাশ উইথড্রল অ্যান্ড ডিপোজিট মেশিন, যা ক্যাশ ডিপোজিট মেশিন (‌সিডিএম)‌ নামেও পরিচিত, যা ভেলাচেরি সহ শহরের বিভিন্ন জায়গায় রয়েছে, সেখান থেকে মোট ৪৮ লক্ষ টাকা চুরি করা হয়। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের ২০ সেকেন্ডের সময় দেওয়া হয় এবং এর মধ্যে টাকা তুলতে না পারলে সেই টাকা ফের মেশিনে ফেরত চলে যায়। টাকা তোলা না হলে মেশিনের ঢাকনা দু'‌পাশ দিয়ে বন্ধ হয়ে যায়। অভিযুক্তরা এই চুরির পরিকল্পনা নিখুঁতভাবে করেছিলেন। তদন্তে উঠে এসেছে যে প্রথমে অভিযুক্ত মেশিন থেকে টাকা তোলে এবং কোনওভাবে সেন্সর সিগন্যালকে হাত দিয়ে ঢেকে রাখে যাতে মেশিনের লিড খোলা থাকে। এরপর সেন্সর যখন ভুলভাবে চালনা হয় এবং গ্রাহকের দ্বারা '‌টাকা তোলা হয়নি'‌ এই মেসেজ সার্ভারকে পাঠিয়ে দেয়। এমনকী ওই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে অর্থ তোলা হয়েছে তা কোনওভাবেই গ্রাহক বুঝতে পারবে না অথচ মেশিন থেকে টাকা তোলার কাজ সম্পন্ন হচ্ছে।

 তামিলনাড়ুতে এটিএমের কাজ বন্ধ

তামিলনাড়ুতে এটিএমের কাজ বন্ধ

দুই সদস্যের চক্র প্রযুক্তিগত ত্রুটিগুলি কাজে লাগিয়ে কমপক্ষে ৪৮ লক্ষ টাকা চুরি করার পরে তামিলনাড়ুতে এটিএমের কাজকর্মও স্থগিত করে রেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।

প্রতীকী ছবি

English summary
find out how thieves stole rs 48 lakh from chennai atms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X