For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌মহারাষ্ট্রের কৃষকদের স্বস্তি দিলেন রাজ্যপাল, ঘোষণা করলেন আর্থিক সহায়তার

Google Oneindia Bengali News

বর্তমানে মহারাষ্ট্রে চলছে রাষ্ট্রপতি শাসন। তাই প্রশাসনের দড়ির রাশ এখন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির হাতে। তিনি কৃষকদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন। রাজ্যপাল সম্প্রতি ঘোষণা করেছেন ২ হেক্টর বা তার বেশি কৃষিজাত খরিফ ফসলের জন্য প্রতি হেক্টর পিছু ৮ হাজার টাকা করে ত্রাণ পাওয়া যাবে। এছাড়াও উদ্যান বা বহু বর্ষজীবী ফসলের জন্য ২ হেক্টর বা তার বেশি হলে প্রতি হেক্টরে ১৮ হাজার করে ত্রাণ পাওয়া যাবে। অক্টোবর–নভেম্বর মাসে অবাঞ্ছিত বৃষ্টি হওয়ার ফলে অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে। তাই কৃষকদের স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‌মহারাষ্ট্রের কৃষকদের স্বস্তি দিলেন রাজ্যপাল


শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ গর্ভনরকে অনুরোধ করেন যে অসময়ের বৃষ্টিতে কৃষকদের বহু ফসল নষ্ট হয়ে গিয়েছে। তাঁদের জন্য ত্রাণ দেওয়া হোক। রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতি শাসন থাকায় অভাবী ব্যক্তিদের সময়োপযোগী সাহায্য নিশ্চিত করতে রাজ্যপালের অফিসের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল পুনরায় চালু ও সুচারুভাবে কাজ করতে চাইছেন ফড়নবীশ। তিনি জানিয়েছেন, রাজ্যপাল তাঁর দু’‌টো দাবিকেই মেনে নিয়েছেন। শুক্রবার সকালে তাঁকে রাজ্যপাল রাজভবনে ডেকে পাঠানোর সময়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দাবিগুলি রাজ্যপালের সামনে রাখেন। শিবসেনা যখন রাজ্যে সরকার গঠন করার জন্য কংগ্রেস–এনসিপিকে দলে টানতে মরিয়া প্রচেষ্টা করছে, ঠিক সেই সময়ই দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ফড়নবীশ টুইট করে বলেন, '‌রাজ ভবনে সম্মানীয় রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি জির সঙ্গে দেখা করলাম। কৃষকদের জন্য ত্রাণ দেওয়ার কথা বলেছি। অসময়ের বৃষ্টিতে তাঁদের অনেক ক্ষতি হয়েছে। রাজ্যপাল এ বিষয়ে পদক্ষেপ করবে বলে জানিয়েছে।’‌ দ্বিতীয় টুইটে তিনি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল চালু করা নিয়ে বলেন। এ মাসের গোড়ার দিকে রাজ্যপাল কৃষকদের দশ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। মহারাষ্ট্রে অসময়ের বৃষ্টি কৃষকদের অনেক ক্ষতি করেছে। এই সিদ্ধান্ত দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী থাকাকালীনই নেওয়া হয়েছিল।

English summary
Maharashtra Governor Bhagat Singh Koshyari Announces Financial Relief for farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X