For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পারসি পরিবারে একের বেশি সন্তানে মিলবে কড়কড়ে নগদ!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

উৎসাহভাতা
মুম্বই, ১৮ নভেম্বর: দ্বিতীয় সন্তানের জন্ম দিলে মাসে-মাসে তিন হাজার টাকা! আর তৃতীয় সন্তানের ক্ষেত্রে তা পাঁচ হাজার টাকা! ক্রমহ্রাসমান জনসংখ্যা ঠেকাতে পারসি পরিবারগুলিকে এমন 'উৎসাহভাতা' দেওয়ার কথা ঘোষণা করল বম্বে পারসি পঞ্চায়েত।

জরাথ্রুস্টের অনুগামী পারসিরা বরাবরই সমাজসেবা, পড়াশুনো, শিল্পকলা, ব্যবসায় এগিয়ে অন্যদের চেয়ে। দাদাভাই নওরোজি, হোমি জাহাঙ্গির ভাবা থেকে আজকের জুবিন মেহতা, রতন টাটা, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে পারসিরা। হয়তো শিক্ষার উচ্চহারের কারণেই পারসিরা ছোটো পরিবারের পক্ষে। আর সেটাই এবার অশনি সঙ্কেত দিচ্ছে।

পারসিদের ধর্মীয় সংগঠন বম্বে পারসি পঞ্চায়েতের প্রধান দীনশা মেহতা জানালেন, দ্রুত কমছে পারসিদের জনসংখ্যা। বিশেষত, যুবকদের সংখ্যা কমে গিয়েছে। এমন চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ পারসিদের সংখ্যা ৩৬ হাজার বা তারও কমে এসে ঠেকবে। তাই এখন থেকে ব্যবস্থা নিতে হবে। বাধ্য হয়েই তাই সন্তানের জন্মদানের ক্ষেত্রে 'উৎসাহভাতা' চালু করার কথা ঘোষণা করা হয়েছে। যতদিন না সন্তানের বয়স ১৮ বছর হচ্ছে, ততদিন ফি মাসে এই টাকা মিলবে। এমনকী, বিবাহযোগ্য যুবকদের জন্য এবার নিজেদের খরচে পাত্রীও খুঁজে দেবে বম্বে পারসি পঞ্চায়েত।

English summary
Financial incentives for Parsis to have more babies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X