For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে কয়েনের তালিকায় নতুন যোগ! শীঘ্রই আসছে ২০ টাকার কয়েন

বাজারে কয়েনের তালিকায় বাড়তে চলেছে সংখ্যা। অর্থমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, বাজারে ২০ টাকার কয়েন আসতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

বাজারে কয়েনের তালিকায় বাড়তে চলেছে সংখ্যা। অর্থমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, বাজারে ২০ টাকার কয়েন আসতে চলেছে। ২৭ মিলি ডায়ামিটারের এই কয়েনের ১২ বাহুর বহুভূজ। নতুন কয়েন নিয়ে নোটিফিকেশনও জারি করা হয়েছে।

বাজারে কয়েনের তালিকায় নতুন যোগ! শীঘ্রই আসছে ২০ টাকার কয়েন

এর আগে জানা গিয়েছিল ২০১৮ শেষের আগে ২০ টাকার কয়েন বাজারে আসবে। কিন্তু পরে সেই সময় কিছুটা পিছিয়ে যায়।

১০ টাকার কয়েনের মতো নতুন ২০ টাকার কয়েনও ২৭ মিমি ডায়ামিটারের। তবে নতুন কয়েনের প্রান্তভাবে কোনও চিহ্ন থাকছে না। দেখতে খানিকটা ১০ টাকার কয়েনের মতোই হচ্ছে। বাইরের দিকের রিংটিতে থাকছে ৬৫ শতাংশ তামা. ১৫ শতাংশ জিঙ্ক এবং ২০ শতাংশ নিকেল। ভিতরের দিকের গোল অংশটিতে থাকছে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ জিঙ্ক এবং ৫ শতাংশ নিকেল।

প্রায় ১০ বছর আাগে ২০০৯-এর মার্চে রিভার্জ ব্যাঙ্ক ১০ টাকার কয়েক প্রকাশ্যে এনেছিল। তারপর থেকে ১৩ বার কয়েনটিকে বদলানো হয়েছে। যা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছিল। একটা সময়ে অনেকেই ১০ টাকার কয়েন নিতে চাইতেন না। পরে গত বছরে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়, বাজারে ১৪ রকমের ১০ টাকার কয়েন রয়েছে। সবগুলিই বাজারে চালু রয়েছে।

English summary
Finance Ministry Announces New Rs. 20 Coin With A One-Of-A-Kind Shape
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X