For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন খাতে কত টাকা? প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজের বিষদ আজই জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন!

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপের জেরে দেশের অর্থনীতি গিয়ে ঠেকেছে তলানিতে। সেই অর্থনীতিকে চাঙ্গা করতেই মঙ্গলবার করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত ভাবে না বললেও তিনি জানিয়েছেন, মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেশের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হবে।

আজ বিকেল ৪টের সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন অর্থমন্ত্রী

আজ বিকেল ৪টের সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন অর্থমন্ত্রী

সেই প্যাকেজেরই বিস্তারিত খতিয়ান নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে এই আর্থিক প্যাকেজের বিষদ বিবরণ দেবেন অর্থমন্ত্রী। সেই মতোই এদিন সকালে অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওযা হল যে বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

দ্বিতীয় আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নির্মলার

দ্বিতীয় আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নির্মলার

কোভিড-১৯ -এর মারাত্মক অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ চূড়ান্ত করতে গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর আগে কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এতে সাধারণ মানুষ খুব একটা স্বস্তি পায়নি। পাশাপাশি শুধু সেই প্যাকেজের উপর নির্ভর করে দেশের পরবর্তী অর্থনৈতিক গতিপথ নির্ধারণ করা সম্ভব হবে না, তা বুঝে যান সবাই।

গরিবদের সাহায্যে এই প্যাকেজ

গরিবদের সাহায্যে এই প্যাকেজ

করোনা ভাইরাসে লকডাউনে সবচেয়ে সংকটে পড়েছেন গরিব মানুষ দিন মজুররা। রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তাঁদের অন্নের সংস্থানে এগিয়ে আসতেই প্রধানমন্ত্রী মোদীর এই নতুন প্যাকেজ বলে মনে করা হচ্ছে।

প্যাকেজ নিয়ে কী বলেন প্রধানমন্ত্রী

প্যাকেজ নিয়ে কী বলেন প্রধানমন্ত্রী

গতরাতে প্রধানমন্ত্রী নিজের ভাষণে আর্থিক প্যাকেজে ভূমি, শ্রম, নগদ ও লোকসানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে মোদী জানান, এই প্যাকেজ দেশের জিডিপির ১০ শতাংশ। এই প্যাকেজ দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

মোদীর ঘোষণায় উর্ধ্বমুখী শেয়ার বাজার! কয়েক মিনিটেই তরতরিয়ে উঠল সেনসেক্সমোদীর ঘোষণায় উর্ধ্বমুখী শেয়ার বাজার! কয়েক মিনিটেই তরতরিয়ে উঠল সেনসেক্স

English summary
Finance Minister Nirmala Sitharaman to share details of Modi's Package today at 4 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X