For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: আয়করের স্ল্যাবে কি পরিবর্তন? বড় ইঙ্গিত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Budget 2023: আয়করের স্ল্যাবে কি পরিবর্তন? বড় ইঙ্গিত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

  • |
Google Oneindia Bengali News

পরপর পঞ্চমবারের জন্য ২০২৩-২৪-এর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন তিনি। তবে বাজেট পেশের আগে সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে চাপ রয়েছে তাঁর ওপরে। দাবি উঠেছে আয়করের স্ল্যাব বাড়ানোর। এব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সাধারণের দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সাধারণের দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী

মধ্যবিত্ত করদাতাদের সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, তিনি নিজে মধ্যবিত্ত এবং একটি মধ্যবিত্ত পরিবার কী চাপের মধ্যে থাকে, তা তিনি বুঝতে পারেন। আরএসএস-এর সাপ্তাহিক পত্রিকা পঞ্চজন্যর এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইঙ্গিত

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইঙ্গিত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, মোদী সরকার মধ্যবিত্তের ওপরে নতুন কোনও কর আরোপ করেনি। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই মন্তব্য থেকে কার্যত পরিষ্কার এই বছর কর কাঠামোর কোনও পরিবর্তন হচ্ছে না। সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন পাঁচলক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হয় না। সাধারণভাবে মধ্যবিত্তের আশা থাকে, আয়করের সীমা বাড়ানো হলে, তা তাদের পক্ষে সুবিধা হবে।

 দেশের ২৭ টি শহরে মেট্রোরেলের মাধ্যমে উন্নয়ন

দেশের ২৭ টি শহরে মেট্রোরেলের মাধ্যমে উন্নয়ন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, সরকার দেশের ২৭ টি শহরে মেট্রো রেলের নেটওয়ার্কের মাধ্যমে উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেছেন, মধ্যবিত্ত মানুষ গণপরিবহণ সব থেকে বেশি ব্যবহার করে। সেই কারণে ২৭ টি শহরে মেট্রোর নিয়ে এসেছে সরকার। এছাড়াও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের জন্য ১০০ টি স্মার্ট সিটি তৈরিরও পদক্ষেপ নিয়েছে। মধ্যবিত্ত মানুষ চাকরির সন্ধানে শহরকে বেছে নেওয়া স্মার্টসিটিকে ফোকাস করা হয়েছে, বলেও জানান তিনি।

সরকার মধ্যবিত্তদের পাশে

এরপরেও সরকার মধ্যবিত্তের জন্য আরও কিছু করতে পারে বলে ইঙ্গিত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে তিনি এব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেননি। নির্মলা সীতারমন বলেছেন, তিনি মধ্যবিত্তদের সমস্যা বুঝতে পেরেছেন। সরকার তাঁদের জন্য অনেক কিছু করেছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। সরকার ২০২০ সাল থেকে প্রতিটি কেন্দ্রীয় বাজেটে মূলধনের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ২০১৩ সালে ভারত বিশ্বের পাঁচ ভঙ্গুর অর্থনীতির দেশের মধ্যে একটি ছিল। মোদী সরকার ক্ষমতার আসার পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

কৃষক ও বিনামূল্যের সরকারি প্রকল্প

এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী কৃষক এবং বিনামূল্যে সরকারি প্রকল্প নিয়েও মন্তব্য করেছেন। নির্মলা সীতারমন বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষে কাজ করে চলেছে। অন্যদিকে, বিনামূল্যের প্রকল্প সম্পর্কে তিনি বলেছেন, এটা করার সময় রাজ্যগুলিকে তাদের আর্থিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সেখানে স্বচ্ছতা রাখার ওপরেও জোর দিয়েছেন তিনি।

গুজরাতের বিপুল জয় বুঝিয়ে দিয়েছে ২০২৪-এ মোদীর ফেরা নিশ্চিত, বিরোধীদের কড়া জবাব অমিত শাহেরগুজরাতের বিপুল জয় বুঝিয়ে দিয়েছে ২০২৪-এ মোদীর ফেরা নিশ্চিত, বিরোধীদের কড়া জবাব অমিত শাহের

English summary
Finance Minister Nirmala Sitharaman hints there will not be any change in Income Tax slab in Budget 2023-24
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X